আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
ইউক্রেনের ৪ অঞ্চলের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ‘বিপুল রায়’
রুশ বাহিনী–নিয়ন্ত্রিত ইউক্রেনের চারটি অঞ্চলের গণভোটে রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার এসব অঞ্চলে রাশিয়ার নিয়োগ দেওয়া প্রশাসন এ কথা জানিয়েছে। পাঁচ দিনের কথিত গণভোটের পর এ ফলাফলের কথা জানানো হয়। ইউক্রেন ও দেশটির মিত্র পশ্চিমা দেশগুলো এই গণভোটকে প্রহসন আখ্যা দিয়েছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তড়িঘড়ি করে চারটি অঞ্চলে গণভোটের আয়োজন করা হয়। সেগুলো হলো পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক ও লুহানস্ক এবং দক্ষিণাঞ্চলের জাপোরিঝঝিয়া ও খেরসন। এ চার অঞ্চল ইউক্রেনের গোটা ভূখণ্ডের প্রায় ১৫ শতাংশ। সূত্র: প্রথম আলো
ভূখণ্ড জুড়ে নেওয়ার ঘোষণা আসতে পারে শিগগির
ইউক্রেনের লুহানস্ক, দোনেত্স্ক, জাপোরিঝিয়া ও খেরসনে পাঁচ দিনব্যাপী গণভোটের শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ধারণা করা হচ্ছে, অঞ্চলগুলো জুড়ে নেওয়ার ব্যাপারে আগামী শুক্রবার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।গতকাল মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক বৈঠকে তিনি বলেন, ‘গণভোট অনুষ্ঠিত হওয়া ওই অঞ্চলগুলোর মানুষদের বাঁচানোই আমাদের সমগ্র সমাজের এবং সম্পূর্ণ দেশের মনোযোগের কেন্দ্রবিন্দু। ’রুশ বার্তা সংস্থা তাস বলছে, পুতিন অধিভুক্তির ওই ঘোষণা দেবেন সম্ভবত আইনসভার উদ্দেশে ভাষণদানকালে।এরই মধ্যে শুক্রবারের এক গুরুত্বপূর্ণ আয়োজন উপলক্ষে রাশিয়ার সিনেটরদের তিনটি কভিড পরীক্ষা করাতে বলা হয়েছে। সাধারণত ক্রেমলিনে প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের আগে বাধ্যতামূলকভাবে এই তিন পরীক্ষা করাতে হয়। সূত্র: কালের কণ্ঠ
বর্ণবাদী মন্তব্যের অভিযোগ
রূপা হক লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত
ব্রিটিশ অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে নিয়ে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে লেবার পার্টির সংসদীয় দল থেকে বাদ পড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত এমপি রূপা হক।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার লিভারপুলে লেবার পার্টির এক অনুষ্ঠানে কোয়াসি কোয়ার্টেংকে ‘লোক দেখানো কৃষ্ণাঙ্গ’ বলে মন্তব্য করেন রূপা হক। সেই মন্তব্য নিয়ে সমালোচনার প্রেক্ষাপটে গতকাল মঙ্গলবার তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নিল লেবার পার্টি। লেবার পার্টির সংসদীয় দল থেকে বরখাস্ত হওয়ায় রূপা হককে আপাতত পার্লামেন্টে বসতে হবে স্বতন্ত্র এমপি হিসেবে। বিষয়টি তদন্ত করে দেখারও ঘোষণা দিয়েছে পার্লামেন্টের বিরোধী দল লেবার পার্টি। সূত্র: সমকাল
ভারতেই তৈরি হবে সুইডেনের অত্যাধুনিক কার্ল গুস্তাফ এম৪ অস্ত্র?
বিখ্যাত কার্ল গুস্তাফ এম৪ অস্ত্র তৈরির কারখানা খোলা হচ্ছে ভারতে। মঙ্গলবার তা জানাল সুইডেনের প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক সংস্থা স্যাব। ভারতের কেন্দ্রীয় সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই প্রতিরক্ষা সংস্থার পক্ষ থেকে। তবে কোথায় কারখানা গড়ে তোলা হবে, তা এখনও স্পষ্ট নয়।স্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘স্যাব এফএফভি ইন্ডিয়া’ নামে একটি নতুন সংস্থা ২০২৪ সাল থেকে কার্ল গুস্তাফের রকেট লঞ্চার তৈরি করা শুরু করবে ভারতে। ভারতীয় সেনাবাহিনীর জন্যই তৈরি করা হবে ওই অত্যাধুনিক অস্ত্র। এই প্রথম সুইডেনের বাইরে কোথাও কার্ল গুস্তাফ রকেট লঞ্চার তৈরির সিদ্ধান্ত নিয়েছে স্যাব। তবে ১৯৭৬ সাল থেকেই স্যাবের তৈরি অস্ত্র ব্যবহার করছে ভারতীয় সেনাবাহিনী।সংস্থার কর্মকর্তা জর্জেন জোহানসন বলেন, “ভারতে কার্ল গুস্তাফ এম৪-এর কারখানার খোলার সিদ্ধান্ত খুবই সাধারণ পদক্ষেপ। কারণ ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক অনেক দিনের।” সূত্র: বিডি প্রতিদিন।
ইউক্রেনে রাশিয়ার গণভোট ‘অবৈধ’: জাতিসংঘ
ইউক্রেনের অধিকৃত চার অঞ্চলে অনুষ্ঠিত রাশিয়ার গণভোটকে ‘অবৈধ’ বলে দাবি করেছে জাতিসংঘ।
আন্তর্জাতিক এ সংস্থাটি মঙ্গলবার বলেছে, আন্তর্জাতিক আইন অমান্য করে ইউক্রেনের জবরদখল করা অঞ্চল চারটি নিজ ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে ওই লোক দেখানো গণভোটের আয়োজন করেছে।
কিন্তু রাশিযার এ বেআইনি কর্মকাণ্ড কেউ মেনে নেবে না। ইউক্রেনে দেশটির নিজস্ব আইন চলবে, রাশিয়ার চাপিয়ে দেওয়া কোনো আইন সেখানে কোনোভাবেই চলবে না।জাতিসংঘের রাজনীতিবিষয়ক প্রধান রোজমেরি ডি কার্লো মঙ্গলবার নিরাপত্তা পরিষদে এসব কথা বলেন। তিনি বলেন, জাতিসংঘ ইউক্রেনের সার্বভৌমত্বের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।জাতিসংঘের ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কথিত গণভোটের মাধ্যমে রাশিয়া আমাদের ভূখণ্ড চুরি করে নিয়ে যাচ্ছে। এদিকে রাশিয়ার গণমাধ্যমগুলো জানিয়েছে, বুথফেরত জরিপ থেকে তারা জানতে পেরেছে— রাশিয়ায় যোগ দিতে গণভোটে বেশিরভাগ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। সূত্র: যুগান্তর
উচ্চবর্গের অবাধ লুণ্ঠনই শ্রীলংকা-পাকিস্তানের অর্থনীতিকে ভঙ্গুর করেছে
শ্রীলংকা এরই মধ্যে দেউলিয়া হয়ে পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বেইল আউট ঋণের কল্যাণে অল্পের জন্য আপাতত একই পরিণতি এড়িয়েছে পাকিস্তান। এ পরিস্থিতির জন্য প্রধানত রিজার্ভের ঘাটতি, আন্তর্জাতিক পণ্যবাজারের অস্থিতিশীলতা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবজনিত বৈশ্বিক জ্বালানি সংকটকে দায়ী করছেন দেশ দুটির নেতারা। যদিও অর্থনীতিবিদদের অনেকেই দায়ী করছেন দেশ দুটির ক্রমবর্ধমান অর্থনৈতিক বৈষম্য ও উচ্চবর্গীয় শ্রেণীর (এলিট) মুষ্টিমেয় কিছু মানুষের হাতে সম্পদের কেন্দ্রীভবনকে।তাদের ভাষ্যমতে, দুই দেশেই সম্পদের প্রায় তিন-চতুর্থাংশ শাসক ঘনিষ্ঠ এলিটদের কুক্ষিগত হয়ে পড়েছিল। দেশ দুটির অর্থনৈতিক নীতিমালা, পদক্ষেপ ও সংস্কারের মূল লক্ষ্যও হয়ে উঠেছিল এ এলিটদের সুবিধা দেয়া। এ শ্রেণীর ব্যক্তিরা আবার একে অন্যকে সুবিধা দিতে গিয়ে এক ধরনের অর্থনৈতিক বলয় ও বন্দোবস্ত তৈরি করে রেখেছিলেন। বিষয়টিকে কাজে লাগিয়ে জাতীয় অর্থনীতিতে অবাধে লুণ্ঠনের সুযোগ পেয়েছেন তারা। বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন সামষ্টিক অর্থনীতিকে।
শ্রীলংকায় অতিমাত্রায় ক্ষমতাবান ও প্রভাবশালী হয়ে উঠেছিল রাজাপাকসে পরিবার। রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে পরিবারটির সদস্যরা হয়ে উঠেছিলেন দেশটির অর্থনীতির ভাগ্যনিয়ন্তা। রাষ্ট্রের নির্বাহী ও কার্যকরী প্রধানের দায়িত্ব ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি মন্ত্রণালয় ছিল রাজাপাকসে ভাইদের দখলে। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠদের রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদেও বসিয়েছিলেন তারা। সব মিলিয়ে দেশটির মোট জাতীয় বাজেটের ৭০ শতাংশেরও বেশি নিয়ন্ত্রণ চলে গিয়েছিল রাজাপাকসে ভাইদের দখলে। সূত্র: বণিক বার্তা।
তুর্কি বনাম ইরানি ড্রোন– ইউক্রেনের পর এবার ড্রোন দিয়ে সংঘাত মধ্য এশিয়ায়?
২০২০ সালে নগরনো-কারাবাখ যুদ্ধের পর আবারো সংঘাতে জড়িয়েছে আর্মেনিয়া ও আজারবাইজান। তাতে শতাধিক সেনা নিহত হয়েছে উভয়পক্ষে। ককেশাস পর্বতমালার চির বৈরী এ দুই দেশের প্রতিবেশী তুরস্ক ও ইরান। এরমধ্যে ইরান আর্মেনিয়ার এবং তুরস্ক আজারবাইজানের ঘনিষ্ঠ মিত্র।
তাই আর্মেনিয়ার বিপদের দিনে পাশে দাঁড়াচ্ছে তেহরান। চাপ সৃষ্টি করতে আজারবাইজানের সীমান্তের দিকে ইরানের সাঁজোয়া বহর যাওয়ার একটি ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে। বহরটি ইরানের অভিজাত বাহিনী রেভ্যুলেশনারী গার্ড কোরের বলে কিছু সূত্র দাবি করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কিছু গণমাধ্যমে বলা হয়েছে, পশ্চিম ইরানে উত্তরের আজেরি সীমান্তের দিকে গেছে ট্যাংক, আর্মার্ড কমব্যাট ভিহাইকেল ও বড় ক্যালিবারের গোলন্দাজ কামান। এছাড়াও, আজেরি-ইরানি সীমান্তে নিয়মিত টহল দিচ্ছে ইরানি ড্রোন। সূত্র: বিজনেস স্ট্যার্ডার্ড।
ক্যান্সার: ভাইরাস দিয়ে এই রোগের চিকিৎসায় নতুন আশা দেখছেন বিজ্ঞানীরা
খুব সাধারণ একটি ভাইরাস দিয়ে ক্যান্সার চিকিৎসার নতুন এক গবেষণায় বড় ধরনের সাফল্য পাওয়া গেছে। যুক্তরাজ্যের বিজ্ঞানীরা বলছেন এই ভাইরাস শরীরের ক্ষতিকর কোষকে আক্রমণ করে তাকে ধ্বংস করে দেয়।গবেষণায় দেখা গেছে এই চিকিৎসায় একজন ক্যান্সার থেকে পুরোপুরি সেরে ওঠেছে, এবং অন্যদের টিউমার সঙ্কুচিত বা ছোট হয়ে গেছে।এই গবেষণায় যে ভাইরাসটি ক্যান্সারের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়েছে তার নাম হারপেস সিম্প্লেক্স।তবে ভাইরাসটি শরীরে প্রয়োগ করার আগে তাতে কিছু পরিবর্তন আনা হয়েছে।বিজ্ঞানীরা বলছেন, গবেষণার প্রাথমিক ফলাফল বেশ আশাব্যঞ্জক। তবে এবিষয়ে আরো বড় পরিসরে এবং দীর্ঘ সময় ধরে গবেষণার প্রয়োজন। তারা আশা করছেন এই চিকিৎসার মাধ্যমে যাদের দেহে ইতোমধ্যেই ক্যান্সার ছড়িয়ে পড়েছে (অ্যাডভান্সড স্টেজ) অথবা যারা জটিল ক্যান্সারে আক্রান্ত হয়েছেন, রোগ নিরাময়ের মাধ্যমে তাদের জীবন রক্ষা করা সম্ভব। সূত্র: বিবিসি বাংলা।
পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে রাশিয়ার নতুন সতর্কবার্তা
ইউক্রেইনের চার অঞ্চলে গণভোট শেষের দিনে পারমাণবিক অস্ত্র ব্যবহার নিয়ে ইউক্রেইন এবং পশ্চিমা বিশ্বকে ফের নতুন করে সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মিত্র দিমিত্রি মেদভেদেভ।রাশিয়ার পারমাণবিক হুমকি যে মোটেই ধাপ্পাবাজি নয় তা মঙ্গলবার আরও স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন তিনি। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট মেদভেদেভ বর্তমানে দেশটির নিরাপত্তা পরিষদের উপ-চেয়ারম্যান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষার অধিকার মস্কোর আছে।মেদভেদেভ বলেন, হুমকি মোকাবেলায় রাশিয়াকে জবাব দিতে হবে, যদি তাদেরকে ‘সীমার বাইরে’ ঠেলে দেওয়া হয়। সতর্ক করে দিয়ে তিনি বলেন, ‘খুব বেশি আলোচনা ছাড়াই’ রাশিয়ার প্রতিক্রিয়া জানানোর অধিকার আছে। এর মাত্র কয়েক দিন আগেই মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইউক্রেইন থেকে রাশিয়ার সঙ্গে জুড়ে নেওয়া নতুন এলাকাগুলো রক্ষায় যেকোনো অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। এর মধ্যে থাকতে পারে পারমাণবিক অস্ত্রও। এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও একই ধরনের হুমকি দিয়েছিলেন। সূত্র: বিডি নিউজ
বিশ্বজুড়ে জলাতঙ্কেই বছরে ঝরে ৫৫ হাজার প্রাণ
জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া। মারাত্মক এই ভাইরাল সংক্রমণটি সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্যপ্রাণী থেকে মানুষে ছড়ায়। রোগটি শতভাগ প্রতিরোধযোগ্য আবার এর সংক্রমণে মৃত্যুও শতভাগ অনিবার্য।পরিসংখ্যান বলছে, বিশ্বে প্রতি ১০ মিনিটে একজন এবং প্রতি বছর প্রায় ৫৫ হাজার মানুষ জলাতঙ্কে মারা যায়। বাংলাদেশেও বছরে গড়ে ৪০ থেকে ৫০ জন রোগী মৃত্যুবরণ করেন জলাতঙ্কে। শুধু মানুষই নয়, প্রতি বছর প্রায় ২৫ হাজার গবাদিপশুও জলাতঙ্কে আক্রান্ত হয় দেশে।সংশ্লিষ্টরা বলছেন, কোনো প্রাণীর কামড় বা আঁচড়ের শিকার হলে ২৪ ঘণ্টার মধ্যেই চিকিৎসা নেওয়া হলে এটি শতভাগ প্রতিরোধযোগ্য। কিন্তু এর ব্যতিক্রম হয়ে ভাইরাস যদি শরীরে ছড়িয়ে যায় তাহলে আর সেই রোগীকে বাঁচানো সম্ভব হয় না।এ অবস্থায় পৃথিবীর ১২টি দেশের সঙ্গে মিল রেখে ২০০৭ সাল থেকে বাংলাদেশে ২৮ সেপ্টেম্বর পালিত হচ্ছে জলাতঙ্ক দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জলাতঙ্ক: মৃত্যু আর নয়, সবার সঙ্গে সমন্বয়’। স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার (সিডিসি) জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের তথ্যমতে, ২০২২ সালের জুলাই পর্যন্ত দেশে এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ২৪ জন। কুকুর, বিড়াল কিংবা শিয়ালের কামড়ের কারণে ২ লাখ ৯৯ হাজার ৯৮৯ জন টিকা নিয়েছেন। সূত্র: জাগো নিউজ