দেশে ভিক্ষুক খুঁজে পাওয়া যায় না: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক বলেছেন, শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা। শেখ হাসিনা আছেন বলেই বাংলার মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে। আমাদের দেশ এখন উন্নয়নের রোল মডেল। এ কথা আমাদের মুখের কথা নয় এটি বিশ্ব স্বীকৃত।

তিনি আরো বলেন, শেখ হাসিনার কারণেই আজ দেশের মানুষ সুখে শান্তিতে আছে। তৃণমূল পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা বিস্তৃত হয়েছে। আজ দেশে ভিক্ষা দেওয়ার মতো কাউকে খুঁজে পাওয়া যায় না।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে গাজীপুর জেলা ছাত্রলীগের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বলেন পাকিস্তান আমল নাকি ভালো ছিল। তার মুখেই তো এমন কথা মানায়। তারা বাবা একজন রাজাকার ছিল।

তিনি আরও বলেন, জিয়া স্বাধীনতার বিপক্ষ শক্তি ও ১৯৭৫ সালের ১৫ আগস্টের মর্মান্তিক ঘটনায় জড়িতদের পুনর্বাসিত করেছিল। আর খালেদা ও তারেক পাকিস্তানী সহায়তায় শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। দেশের মানুষের ভালোবাসা আছে বলেই নেত্রী রক্ষা পেয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছেন।

এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় বলেন, নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে ছাত্রলীগকে বিতর্কিত করতে। এ ষড়যন্ত্র মোকাবিলায় সদা প্রস্তুত ছাত্রলীগের ৫০ লাখ নেতাকর্মী। সাধারণ ছাত্রদের সাথে নিয়ে তারা সকল অপশক্তি রুখে দিতে সচেষ্ট রয়েছে।

Nagad

গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাছির মোড়লের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ প্রমুখ।