আফগানিস্তানে বিমানবন্দরের কাছে বোমা হামলায় নিহত ১০
আফগানিস্তানের কাবুলে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এই হামলায় আরও আটজন আহত হয়েছেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।


প্রতিবেদনে জানানো হয়েছে, (০১ জানুয়ারি) সকালে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবেশ পথে বোমা হামলা হয়েছে। ওই বোমা বিস্ফারণে ১০ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।
তালেবান সরকারের নিরাপত্তা বাহিনী ওই এলাকায় যাওয়ার রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে। ওই এলাকায় কেবল ত্রাণ ও সামরিক বাহিনীর যান চলাচল করছে।
আফগান মিডিয়াগুলো জানিয়েছে, কাবুল বিমানবন্দর সড়কের কাছে অবস্থিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের পাশেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সুত্রগুলো বিস্তারিত কিছু জানায়নি। কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠিও এখন পর্যন্ত ওই বোমা বিস্ফারণের দায়িত্ব স্বীকার করেনি।
সারাদিন/০১ জানুয়ারি/এমবি