অবসরের ঘোষণা ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়কের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২৩

ছবি- সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী অধিনায়ক হুগো লরিস।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন হুগো লরিস। ২০২২ কাতার বিশ্বকাপেও তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল ফরাসিরা। কিন্তু টাইব্রেকারে লিওনেল মেসির আর্জেন্টিনার কাছে হেরে ইউরোপিয়ান জায়ান্টদের স্বপ্নভঙ্গ হয়। এবার প্রায় ১৪ বছরের অসাধারণ এক ফুটবল ক্যারিয়ার থেকে অবসরের সিদ্ধান্ত নিলেন ফরাসি তারকা লরিস।

ফ্রান্সের হয়ে সবচেয়ে বেশি ১৪৫ ম্যাচ খেলা ফুটবলার লরিস। তবে পরিবারের সাথে সময় কাটানোর জন্যই নিজের সেরা সময় থাকতে থাকতেই আন্তর্জাতিক ক্যারিয়ারকে বিদায় জানালেন ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটসপ্যারের এই তারকা।

অবসর প্রসঙ্গে হুগো লরিস বলেন, “নিজের সেরা সময় থাকতে থাকতেই অবসর নেওয়া ভালো। যে সময় আমার খেলার মান কমে যাবে, তখন অনেকে চলে আসবে আমার জায়গা নেওয়ার জন্য। তার চেয়ে নিজে ছেড়ে দেওয়া ভালো। সে সাথে আমার মনে হয় পরিবারের সাথে আরও বেশি সময় কাটানো উচিত। আমার স্ত্রী এবং সন্তানদের সময় দিতে চাই।”

সারাদিন/১১ জানুয়ারি/এমবি

Nagad