ঐতিহাসিক ৭ মার্চ

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের পুষ্পস্তবক অর্পণ

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১০ লক্ষাধিক লোকের সমাবেশে পাকিস্তানি শাসকের হুমকির মুখেও রেসকোর্স ময়দানে ২৩ বছরের বঞ্চিত, অবহেলিত ও শোষিত বাঙালিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিকেল ২টা ৪৫ মিনিটে ভাষণ শুরু করে ৩টা ৩ মিনিটে শেষ করেন। এই ১৮ মিনিটের মধ্যেই বঙ্গবন্ধু প্রাণিত করে তোলেন লাখো বাঙালিকে শাণিত করেন বাঙালির সাহস। ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ বঙ্গবন্ধুর ৭ই মার্চের দুনিয়া কাঁপানো এই ভাষণ বিশ্বের স্বাধীনতা ও মুক্তিকামী মানুষের চিরন্তন অনুপ্রেরণা। ঐতিহাসিক ৭ মার্চ দিবস উপলক্ষে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং সচিব আবু হেনা মোরশেদ জামান এর নেতৃত্বে ধানমণ্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ ও এর অধীন অধিদপ্তর ও সংস্থা সমূহের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করা হয়।

বিটিআরসির চেয়ারম‌্যান শ‌্যাম সুন্দর সিকদার এবং ডাক ও টেলিযোযোগাযোগ বিভাগের অধীন অধিদপ্তর ও সংস্থাসমূহের প্রধানগণসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য ১লা মার্চ ২০২৩ থেকে ৭ই মার্চ ২৩ পর্যন্ত সকল মোবাইলে বঙ্গবন্ধুর ভাষণের সেই মহান বাণী ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ ডাক ও টেলি যোগাযোগ বিভাগের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে।

সারাদিন. ৭ মার্চ