তাসকিনের বিধ্বংসী বোলিংয়ে দাপুটে জয় বাংলাদেশের
আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। বৃষ্টি আইনে ২২ রানে জিতেছে বাংলাদেশ।
সাগরিকায় আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে টসে হেরে আগে ব্যাট করতে নামে টাইগাররা। পাওয়ার প্লেতে লিটন দাস ও রনি তালুকদারের রেকর্ড জুটিতে বড় সংগ্রহের ভীত পেয়ে যায় সাকিব আল হাসানের দল। শেষ পর্যন্ত রনির ৬৭ রানের বিধ্বংসী ইনিংসে ১৯.২ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৭ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিকরা।


বৃষ্টির কারণে ইনিংসের শেষ চার বল মাঠে গড়ায়নি। দীর্ঘক্ষণ খেলা বন্ধ থাকার পর আবার মাঠে গড়াতে যাচ্ছে। শেষ পর্যন্ত বৃষ্টির বাগড়ার পর আইরিশদের লক্ষ্য দাঁড়িয়েছে ৮ ওভারে ১০৪ রান। বড় লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় পল স্টার্লিংরা। কিন্তু মিডেল ওভারে খেই হারায় আইরিশরা, শেষ পর্যন্ত বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ২২ রানে জয় তুলে নেয় বাংলাদেশ।
তাসকিন আহমেদের গতিতে মিডেল ওভারে বিপাকে পড়ে আয়ারল্যান্ড। শেষ পর্যন্ত ৮ ওভারে ৮১ রানে থামে পল স্টার্লিংয়ের দল। টাইগারদের হয়ে ৪টি উইকেট শিকার করেন পেসার তাসকিন। দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন রনি তালুকদার। প্রথম হাফসেঞ্চুরির স্বাদ পাওয়া রনি ৩৮ বলে তিন ছক্কা ও সাত চারে করেন ৬৭ রান।
সংক্ষিপ্ত স্কোর :
বাংলাদেশ : ১৯.২ ওভারে ২০৭/৫ (লিটন ৪৭, রনি ৬৭, শান্ত ১৪, শামীম ৩০, তাওহিদ ১৩, সাকিব ২০, মিরাজ ৪; ট্যাক্টর ২-০-১৬-১ , অ্যাডয়ার ৩.২-০-৪৮-১, হিউম ৪-০-৩৫-১, ইয়ং ৪-০-৪৫-২ , ডেলানি ৩-০-২১-০, হোয়াইট ৩-০-৩৭-০)।
আয়ারল্যান্ড : ৮ ওভারে ৮১/৫ (স্টার্লিং ১৭, অ্যাডাইর ১৩, ট্রাকার ১, ট্যাক্টর ১৯, ডকরেল ০, ডেলানি ২১, ক্যাম্পার ১ ; নাসুম ১-০-১৮-০, মুস্তাফিজ ২-০-১৬-০, হাসান ২-০-২০-১, তাসকিন ২-০-১৬-৪, সাকিব ১-০-৫-০)।
ফল :২২ রানে জয়ী বাংলাদেশ।
সিরিজ : ১-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।