আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
উত্তর কোরিয়াকে ঠেকাতে যুক্তরাষ্ট্র–দক্ষিণ কোরিয়া পারমানবিক অস্ত্র চুক্তি সই
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউল একটি যুগান্তকারী চুক্তি করেছেন। এতে দক্ষিণ কোরিয়ায় মার্কিন পরমাণুসজ্জিত সাবমেরিন মোতায়েন করার পরিকল্পনা রয়েছে। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের যে কোনো পরিকল্পনায় সিউলকে যুক্ত করতেও সম্মত হয়েছে ওয়াশিংটন। বিনিময়ে দক্ষিণ কোরিয়া কোনো ধরনের পারমানবিক অস্ত্র তৈরি করবে না বলে সম্মত হয়েছে। ওয়াশিংটন ঘোষণা নামে এই চুক্তিটি উত্তর কোরিয়ার আক্রমণ প্রতিরোধে মিত্রদের সহযোগিতাকে শক্তিশালী করবে বলে জানিয়েছেন জো বাইডেন।
গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইউলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, সাইবার সহযোগিতা ও পারমানবিক অস্ত্র নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরে গেছেন ইউন সুক–ইউন। সূত্র: প্রথম আলো


ওমর আল-বশির ও সহযোগীরা কারামুক্ত
সুদানে সংঘাত বৃদ্ধির আশঙ্কা
সুদানে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত বেশ কিছু বড়মাপের অপরাধী কারাগার থেকে পালিয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ২০১৯ সালে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক ইসলামপন্থী ওমর আল-বশিরও কারাগার থেকে বেরিয়েছেন। এতে দুটি সশস্ত্র বাহিনীর মধ্যে চলতি সংঘাত আরো বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রতিষ্ঠিত তিন দিনের যুদ্ধবিরতি মঙ্গলবার থেকেই ভেঙে পড়ে। সেনাবাহিনী গতকাল বুধবার দাবি করে, স্বাস্থ্যগত কারণে সাবেক নেতা ওমর আল-বশিরকে বিচারিক পুলিশের পাহারায় হাসপাতালে রাখা হয়েছে। উল্লেখ্য, সাবেক সেনাশাসক বশিরের বিরুদ্ধে নেদারল্যান্ডসের হেগ শহরভিত্তিক ‘আন্তর্জাতিক অপরাধ আদালত’ বেশ আগেই পরোয়ানা জারি করেছেন। বশিরের একসময়ের কুখ্যাত সহযোগী আহমেদ হারুন এবং তাঁর দলবলও মঙ্গলবার কারাগার থেকে বের হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে। সূত্র: কালের কণ্ঠ
সুদানে যুদ্ধবিরতি অকার্যকর পাঁচ কারাগারে হামলা
সুদানে ক্ষমতা দখলের যুদ্ধে লিপ্ত পক্ষগুলো ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা দিলেও ২৪ ঘণ্টার মধ্যে তা না মানার প্রবণতা দেখা গেছে। নতুন করে লড়াই শুরু করেছে পক্ষগুলো। তারা নির্বিচারে গুলি চালাচ্ছে এতে সড়কেই সাধারণ মানুষ নিহত হচ্ছে। সড়কে লাশও পড়ে থাকছে। এদিকে সুদানের প্যারা মিলিটারি বাহিনী আরএসএফ রাজধানী খার্তুমের কোবের কারাগারসহ অন্তত পাঁচটি কারাগারে হামলা চালিয়েছে। এতে কয়েকজন কারারক্ষী নিহত ও আহত হয়েছেন। তারা কারাবন্দিদের মুক্ত করে দিয়েছে। জাতিসংঘের এক দূত জানিয়েছেন, যুদ্ধবিরতি আংশিক কার্যকর রয়েছে। যদিও লড়াইরত দুই পক্ষের আন্তরিক আলোচনার জন্য প্রস্তুত থাকার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সূত্র: বিডি প্রতিদিন।
সুদানে চরম মানবিক বিপর্যয়
পথে পথে খাবার খুঁজছে মানুষ, তেলের পাম্পে লম্বা লাইন
সুদানে ১২ দিন থেকে চলছে সেনা-আধাসেনা লড়াই। ইতোমধ্যে কয়েকশ নিহত ও কয়েক হাজার আহত হয়েছে। সংঘাতের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মানবিক বিপর্যয়। অবস্থা এমন পর্যায়ে নেমেছে যে, পথে পথে খাবার খুঁজতে নেমেছে মানুষ। বন্ধ হয়ে যাচ্ছে বেকারি-মুদি দোকান। চলমান এ সংকটের মধ্যেই শুরু হয়েছে নতুন উপদ্রব-জ্বালানি ঘাটতি। লম্বা লাইন পড়েছে তেলের পাম্পে। জ্বালানির দাম বেড়ে যাওয়ায় বাসের টিকিটের দামেও আগুন। বাড়তি দামের কারণে শহর ছেড়ে পালাতেও পারছেন না বাসিন্দারা।জাতিসংঘ বলছে, সুদানের ৪৬ মিলিয়ন জনসংখ্যার এক-তৃতীয়াংশেরই এখন মানবিক সহায়তার প্রয়োজন। যুদ্ধাবস্থার কারণে স্থগিত হয়ে গেছে একাধিক সাহায্য সংস্থার কার্যক্রম। এমনকি কয়েক ডজন হাসপাতালও বাধ্য হয়ে বন্ধ করতে হয়েছে। ডক্টরস ইউনিয়নের মতে, খার্তুম এবং অন্যান্য যুদ্ধবিদ্ধস্ত অঞ্চলগুলোতে তিন-চতুর্থাংশ হাসপাতাল ‘পরিষেবার বাইরে’। চিকিৎসকরা বারবার সতর্ক করছেন, নিহত ও আহতদের সংখ্যা সরকারি পরিসংখ্যানের চেয়ে অনেক বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শুক্রবার জানায়, সুদানের স্বাস্থ্য সেবাকেন্দ্রগুলোর ১১টিতেই হামলা চালানো হয়েছে। রোববার রেড ক্রসের মুখপাত্র অ্যালিওনা সিনেনকো বলেন, খাবার বা পানি ছাড়া বেসামরিক নাগরিকদের পরিস্থিতি এখন ‘অচল’। সূত্র: যুগান্তর
রানা প্লাজা নিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রস্তাবে যা বলা হয়েছে
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে সহস্রাধিক মানুষ নিহত হওয়ার ঘটনার এক দশক উপলক্ষে যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রস্তাব আনা হয়েছে। এতে সমর্থন জানিয়ে ১৬ জন পার্লামেন্ট সদস্য এরই মধ্যে সাক্ষর করেছেন।প্রস্তাবে বলা হয়, ‘অত্র পার্লামেন্ট ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের দশম বার্ষিকীতে নিহত এক হাজার ১৩৪ জন, আড়াই হাজারের মতো আহত এবং এ ঘটনায় অসংখ্য ক্ষতিগ্রস্তদের কথা স্মরণ করছে। একই সঙ্গে বাংলাদেশ পোশাক খাতে কাজের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের পাশাপাশি নিরাপত্তা ও টেকসই অবস্থা সৃষ্টিতে যে উদ্যোগ নিয়ে তা স্বীকার করছে।’ যুক্তরাজ্যের পার্লামেন্টের ওই প্রস্তাবে আরও বলা হয়, ‘বাংলাদেশের ১৮৭টি লিড (লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন) সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি রয়েছে। বিশ্বের শীর্ষ একশ লিড ফ্যাক্টরির অর্ধেকই বাংলাদেশে।’ প্রস্তাবে শ্রমিক ও পরিবেশের জন্য মানসম্মত ব্র্যান্ড ও কারখানা নিশ্চিতে সব দেশের প্রতি আহ্বান জানানো হয়। সূত্র: যুগান্তর
চাঁদে অবতরণে ব্যর্থ জাপান
চাঁদে অবতরণে ব্যর্থ হয়েছে জাপানের প্রথম বেসরকারি মহাকাশযান। দেশটির বেসরকারি একটি প্রতিষ্ঠানের পাঠানো ওই মনুষ্যবিহীন যানটি ঠিকভাবে চাঁদে অবতরণ করতে পারেনি। মহাকাশযানটি মঙ্গলবার রাতেই চাঁদের পৃষ্ঠে অবতরণ করার কথা ছিল। কিন্তু হাকুতো-আর নামের ওই ল্যান্ডারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ধারণা করা হচ্ছে এটি চাঁদের পৃষ্ঠে ধাক্কা খেয়ে বিধ্বস্ত হয়েছে। খবর রয়টার্স। সূত্র: বনিক বার্তা।
অবশেষে চিন পিংয়ের সঙ্গে ফোনালাপ জেলেনস্কির
দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে টেলিফোনে কথা বলতে পেরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রাশিয়া- ইউক্রেন যুদ্ধ শুরুর পর বিশ্বের অন্যতম ক্ষমতাধর নেতা চিন পিংয়ের সঙ্গে এটি জেলেনস্কির প্রথম ফোনালাপ। বিবিসি জানায়, চীনের প্রেসিডেন্ট চিন পিংয়ের সঙ্গে ‘দীর্ঘ ও অর্থবহ’ ফোনালাপের কথা জেলেনস্কি নিশ্চিত করেন। সেই সঙ্গে ইউক্রেনের সাবেক এক মন্ত্রীকে বেইজিংয়ে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সুত্র: দৈনিক বাংলা।
দশের চেয়ে এক বেশি!
অর্থনৈতিক অনিশ্চয়তায় গোটা বিশ্বে যখন মানবিক সংকটের পূর্বাভাস দিচ্ছে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল তখন রেকর্ড ভাঙছে সামরিক ব্যয়। ২০২২ সালে বিশ্ব জুড়ে সামরিক ব্যয় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এ বছরে সামরিক খাতে ব্যয় পৌঁছেছে ২ দশমিক ২৪ ট্রিলিয়ন ডলারে, যা পৃথিবীর ইতিহাসের সর্বোচ্চ ব্যয়। গত বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বেশি। এ নিয়ে টানা অষ্টম বছরে বিশ্বব্যাপী সামরিক ব্যয় বাড়ল। বৈশ্বিক সামরিক ব্যয় নিয়ে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) বা সিপ্রি। প্রতিবেদন বলছে, ২০২২ সালে বিশ্বের সম্মিলিত সামরিক ব্যয়ের ৩৯ শতাংশ যুক্তরাষ্ট্রের একার ব্যয়। ২০২২ সালে দেশটির সামরিক বাজেট ছিল ৮৭৭ বিলিয়ন ডলার। এমনকি শুধু যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় ছাড়িয়ে গেছে পরবর্তী শীর্ষ ১০ দেশের মোট সামরিক ব্যয়কেও। সিপ্রির প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মূল দুই সামরিক প্রতিদ্বন্দ্বী চীন, রাশিয়াসহ ভারত, সৌদি আরব, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, জাপান এবং ইউক্রেনের সম্মিলিত সামরিক ব্যয় ৮৪৯ দশমিক ১ বিলিয়ন ডলার। বিশ্বের মোট সামরিক ব্যয়ে এ ১০টি দেশের অংশ রয়েছে ৩৮ শতাংশ। সে হিসাবেও সবাইকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্র। সিপ্রির তথ্যানুসারে, ২০২২ সালে বিশ্বের সম্মিলিত সামরিক ব্যয়ের এক-তৃতীয়াংশেরও বেশি একাই করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: দেশ রুপান্তর
কাতারে আটক ভারতীয়দের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ
গত বছরের আগস্ট থেকে কাতারের জেলে বন্দী আটজন ভারতীয় নাগরিকের বিরুদ্ধে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ আনা হয়েছে বলে একাধিক ভারতীয় সংবাদমাধ্যম রিপোর্ট করেছে।এই আটজনই ভারতীয় নৌবাহিনীর সাবেক সদস্য এবং কাতারের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করতেন।সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হচ্ছে যে কাতারের একটি সাবমেরিন ক্রয় প্রকল্পের তথ্য ইসরায়েলের কাছে পাচারের অভিযোগ আনা হয়েছে এই ভারতীয়দের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে দুজন কাতারি নাগরিকও রয়েছেন। এদের সকলের বিরুদ্ধে ‘ইলেকট্রনিক সাক্ষ্যপ্রমাণ’ও কর্তৃপক্ষের হাতে এসেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে।রিপোর্টে বলা হয়, বন্দীদের নির্জন কারাকক্ষে রাখা হয়েছে তবে তাদের বিরুদ্ধে অভিযোগটা কী – তা এখনো প্রকাশ্য আদালতে জানানো হয়নি।কাতার সরকারের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে এখনো এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি।অন্যদিকে এই চরবৃত্তির অভিযোগ নিয়ে ভারত সরকার কোনও মন্তব্য না-করলেও তারা জানিয়েছে আটক ভারতীয়দের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। সূত্র: বিবিসি বাংলা।
ছত্তিশগড়ে পুলিশের গাড়িতে মাওবাদীদের হামলা, নিহত ১১
তাদের বহনকারী ভাড়া করা মিনি বাসের চালক ও ১০ পুলিশ সদস্য নিহত হয়েছেন।
ভারতের ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় ১০ পুলিশ সদস্যসহ তাদের বহনকারী গাড়ির চালক নিহত হয়েছেন।বুধবার প্রদেশটির দান্তেওয়াড়া জেলায় এই হামলার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নিন্দা জানিয়েছেন।এনডিটিভি জানায়, একটি মাওবাদী বিরোধী অভিযানের পর ফেরার পথে একটি ভাড়া করা গাড়িতে এই হামলা হয়। এতে তাদের বহনকারী মিনিবাসটিতে প্রায় ৫০ কেজি ওজনের উন্নত বিস্ফোরক ডিভাইস ব্যবহার করা হয়েছিল।বিস্ফোণের জায়গাটিতে ১০ ফুটের মতো একটি গর্তের সৃষ্টি হয়েছে। এদিকে হামলার পরই দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন এবং সব ধরণের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সূত্র: বিডি নিউজ