ইউক্রেনে রাশিয়ার ফের ‘মিসাইল হামলা’
ইউক্রেনে ফের সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। তৃতীয় দিনের মধ্যে ভোরের আগে এটি ইউক্রেনে রাশিয়ার দ্বিতীয় দফায় হামলা। এতে খেরসন অঞ্চলে একজন নিহত হয়েছে এবং ডিনিপ্রোতে তিন শিশুসহ ২৫ জন আহত হয়েছে।
আজ সোমবার (১ মে) বিবিসির এক অনলাইন প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে


ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, তারা রাশিয়ার ছোড়া ১৮টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ১৫টি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে প্রতিহত করেছে।
রাশিয়া নিযুক্ত একজন কর্মকর্তা বলেন, হামলার প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ডিনিপ্রোর কাছে পাভলোহরাদ শহর। সেখানে ইউক্রেনীয় বাহিনীর সম্পদে আঘাত করা হয়েছে। টেলিগ্রামে ভ্লাদিমির রোগভ বলেন, ক্ষেপণাস্ত্রগুলো রেল অবকাঠামো এবং জ্বালানি ডিপোকে লক্ষ্য করে ছোড়া হয়েছে।
রুশ হামলায় ১৯টি আবাসিক এলাকা, ২৫টি বাড়ি, ছয়টি স্কুল এবং কিন্ডারগার্টেন স্কুল এবং পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী কিছু সময়ের মধ্যে একটি বড় পাল্টা হামলার কথা জানিয়েছে, তবে কোথায় এবং কখন এটি শুরু হতে পারে তা জানায়নি।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৪৩২ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে কিন্তু যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।