আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২৩

আমার দলের নেতাদের পদত্যাগে বাধ্য করা হচ্ছে: ইমরান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, ধরপাকড় চালিয়ে তাঁর দলের (পিটিআই) জ্যেষ্ঠ নেতাদের দল থেকে পদত্যাগের জন্য চাপ দেওয়া হচ্ছে। দলটির একের পর এক নেতা পদত্যাগের ঘোষণা দেওয়ার পর গতকাল বুধবার লাহোরের নিজ বাসভবন থেকে দেওয়া ভিডিও ভাষণে এমন অভিযোগ করেন তিনি।মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠনগুলো বলছে, চলতি মাসের শুরুতে ইমরান খানের গ্রেপ্তারকে কেন্দ্র করে সড়কে বিক্ষোভ–সহিংসতার ঘটনায় কর্তৃপক্ষ পাকিস্তান তেহরিক ই ইনসাফ পার্টির (পিটিআই) হাজারো কর্মী-সমর্থককে আটক করেছে।ইতিমধ্যে পিটিআইয়ের মুখপাত্র এবং সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী দল ছেড়েছেন। আর দলের মহাসচিব এবং সাবেক অর্থমন্ত্রী আসাদ উমর বলেছেন, তিনি দলীয় পদ থেকে সরে দাঁড়াবেন, কিন্তু পিটিআই-এর সঙ্গেই থাকবেন। গত মঙ্গলবার পিটিআইয়ের ভাইস প্রেসিডেন্ট শিরিন মাজারি দলের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার পর ফাওয়াদ চৌধুরী এবং আসাদ উমরের ঘোষণাগুলো আসে। সূত্র: প্রথম আলো

ভারতে নতুন পার্লামেন্ট ভবন উদ্বোধন
বয়কটে একজোট বিরোধীরা

ভারতে নতুন পার্লামেন্ট ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছে বিরোধী দলগুলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে আমন্ত্রণ না জানানোয় প্রতিবাদ জানিয়ে একজোট হয়ে অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছে তারা। রাজধানী নয়াদিল্লিতে প্রায় হাজার কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ভারতের নতুন পার্লামেন্ট ভবন। আগামী রবিবার তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বিরোধী ২০ দল ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিয়েছে, তারা এতে অংশ নিচ্ছে না।
আগামী বছরের সাধারণ নির্বাচন মাথায় রেখে রাজনৈতিক উদ্দেশ্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিয়ে পার্লামেন্ট ভবনের উদ্বোধন করা হচ্ছে না বলে অভিযোগ দলগুলোর। প্রসঙ্গত, মুর্মু আদিবাসী সম্প্রদায় থেকে আসা ভারতের প্রথম রাষ্ট্রপতি। উড়িষ্যার এক সাঁওতাল পরিবারে তাঁর জন্ম। সূত্র কালের কণ্ঠ

কেন কয়েক ডজন নেতা ইমরান খানের দল ত্যাগ করেছেন?

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার ও তা নিয়ে সংঘর্ষের পর ইমরানের তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রায় দুই ডজনের বেশি নেতা দল ছেড়ে বেরিয়ে গেছেন। খবর আল জাজিরা’র। পিটিআই এ জন্য সরকারের নিরবচ্ছিন্ন হয়রানিকে দায়ী করেছে।ঙ্গলবার (২৩ মে) পিটিআই ছেড়েছেন শিরীন মাজারি। খানের গ্রেপ্তারের জেরে হওয়া সংঘর্ষের পর ১২ মে সাবেক এ মানবাধিকার মন্ত্রী প্রথমবারের মতো আটক হন। এরপর আরও কয়েকবার তাকে আটক করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় ইসলামাবাদে নিজের বাসভবনে এক সংবাদ সম্মেলনে ৫৭ বছর বয়সী এ রাজনীতিবিদ সামরিক স্থাপনার ওপর হামলাসহ সহিসংতার নিন্দা করে জানান, তিনি আর রাজনীতি করবেন না। সূত্র: বিজনেস স্ট্যান্ডার্ড।

Nagad

২০ হাজার কোটি ডলার স্পর্শ করবে রাশিয়া-চীন বাণিজ্য

রাশিয়া ও চীনের দ্বিপক্ষীয় বাণিজ্য চলতি বছরে ২০ হাজার কোটি ডলারের রেকর্ড গড়বে। এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন। পশ্চিমা বয়কটের মুখে চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াচ্ছে রাশিয়া। খবর সিএনএন বিজনেস।মঙ্গলবার সাংহাইয়ে চায়না-রাশিয়া বিজনেস ফোরামে দেয়া ভাষণে রুশ প্রধানমন্ত্রী মিশুসতিন বলেন, ‘‌আশা করছি চলতি বছরে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ হাজার কোটি ডলারের লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হব।’
চলতি বছরে ২০ হাজার কোটি ডলারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা পূরণ হলে তা হবে উভয় দেশের জন্য অনন্য একটি অর্জন। ২০১৯ সালে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এক যৌথ ঘোষণায় বলেছিলেন, ২০২৪ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ হাজার কোটি ডলারের রেকর্ড গড়বে। দ্বিপক্ষীয় বাণিজ্য ২০ হাজার কোটি ডলার স্পর্শ করা মানে রাশিয়া থেকে কৃষিপণ্য আমদানি বাড়াবে এশিয়ার বৃহত্তম অর্থনীতিটি। এছাড়া চীনা গাড়ি কোম্পানিগুলো রাশিয়ায় স্থানীয়ভাবে গাড়ি নির্মাণ বাড়াবে। সূত্র: বণিক বার্তা।

‘বুকার’ পেলেন গোসপোদিনভ ও রোডেল

আন্তর্জাতিক বুকার পুরস্কার পেয়েছেন বুলগেরিয়ান লেখক জর্জি গোসপোদিনভ এবং অনুবাদক অ্যাঞ্জেলা রোডেল। ‘টাইম শেল্টার’ উপন্যাসের জন্য এই আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন তারা। বুলগেরিয়ান ভাষায় এবারই প্রথম কোনো উপন্যাস বুকার পেল।মর্যাদাপূর্ণ পুরস্কারটি সারা বিশ্বের কথাসাহিত্যের কাজকে স্বীকৃতি দেয়। বইটি ইংরেজিতে অনুবাদ করা হয়েছে। পুরস্কারের ৫০ হাজার পাউন্ড (৬২,০০০ ডলার) লেখক এবং অনুবাদক সমানভাবে পাবেন।পরীক্ষামূলক আলঝেইমারের চিকিৎসা দেয় এমন একটি ক্লিনিককে কেন্দ্র করে উপন্যাসটি লেখা হয়েছে। রোগীদের স্মৃতিকে জাগিয়ে তুলতে এবং বিগত কয়েক দশকের স্মৃতির জগৎকে ক্ষুদ্রতম বিবরণে পুননির্মাণ করার প্রক্রিয়া নিয়েই উপন্যাসটি আবর্তিত হয়েছে। সূত্র: দৈনিক বাংলা।

পিটিআইকে ‘নিষিদ্ধের কথা ভাবছে’ পাকিস্তান

ইসলামাবাদের হাইকোর্ট চত্বর থেকে ইমরান খানকে গ্রেপ্তারের পর তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) যে সহিংসতা চালিয়েছে, তার পরিপ্রেক্ষিতে সরকার দলটিকে নিষিদ্ধের কথা ভাবছে। এমনটিই জানিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে পর্যালোচনা অবশ্যই হচ্ছে।বুধবার ইসলামাবাদে গণমাধ্যমকর্মীদের তিনি এ কথা জানান। খবর ডনের। আসিফ বলেন, পিটিআই গত ৯ মে ‘একাধিক প্রতিরক্ষা স্থাপনায় হামলে পড়ে’ রাষ্ট্রের মূল ভিত্তিকে চ্যালেঞ্জ জানিয়েছে। এমন কোনো অপরাধ কি আছে, যেটা ৯ মে করা হয়নি? আইএসআই কার্যালয়ে হামলা হয়েছে, তারা শিয়ালকোটের ক্যান্টনমেন্টে ঢোকার চেষ্টা করলেও তা প্রতিহত করা হয়, তারা লাহোর কর্পসের কমান্ডারের বাড়িতে আগুন দিয়েছে। আমাদের সবারই ধারণা ছিল, এমন কিছু করলে ভারত করবে, পাকিস্তানের ভেতরে থাকা কেউ নয়। ইমরান পাকিস্তানের সেনাবাহিনীকে ‘প্রতিপক্ষ হিসেবে দেখছেন’ বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: সমকাল

মানুষ ওঠে নিলামে
টেকনাফে সক্রিয় মানব পাচারকারী চক্র

কক্সবাজারের টেকনাফে ফের সক্রিয় হয়ে উঠেছে মানব পাচার চক্র। ছয়টি শক্তিশালী সিন্ডিকেটের ২ শতাধিক মানব পাচারকারী এ অবৈধ কাজে জড়িত। এরা বিভিন্ন এলাকা থেকে শিশু, নারী ও পুরুষ পাচারের জন্য জোগাড় করছে। এদের মধ্যে যাদের অর্থনৈতিক অবস্থা কিছুটা ভালো তাদের নিলামে তোলা হয়। তাদের নিলামে কিনে নিয়ে আটকে রেখে মুক্তিপণ আদায় করা হচ্ছে। এমন অবস্থা এখন নিত্যদিনের। সরেজমিন জানা যায়, মানব পাচারের জন্য ব্যবহার করা হয় টেকনাফ উখিয়ার ছয়টি নৌঘাট। নৌঘাট ছয়টি দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় লোক পাচার করা হচ্ছে। মানব পাচারকারী ছয় সিন্ডিকেটের সদস্যরা হলেন- মো. হোছন প্রকাশ মাছন মাঝি (৪৫) (তার ভাই হাসেমের বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে লোকজনকে উদ্ধার করেছিল), পিতা-শফিকুর রহমান, সদর ইউনিয়ন, নোয়াখালী পাড়া-কোনার পাড়া, বাহারছড়া ইউনিয়ন, টেকনাফ। তার ভাই মো. হাছন প্রকাশ আতুরী (৩৫), হাবিরছড়া, সদর ইউনিয়ন। সুলতান মাহমুদউল্লাহ (৩২), পিতা-আবদুল হামিদ, গ্রাম-হাবিরছড়া, সদর ইউনিয়ন। রশিদ মিয়া (৩২) (বর্তমান মেম্বার, মাদক ও মানব পাচারকারী), পিতা-কবির আহমদ, গ্রাম-হাবিরছড়া, সদর ইউনিয়ন। আবদুল আমিন (৪২), পিতা-শহর মল্লুক, গ্রাম-হাবিরছড়া, সদর ইউনিয়ন। পাহাড়ের ভিতর অবস্থান নিয়ে মানব পাচার ও অপহরণ বাণিজ্য করে) এবং হুমায়ুন। এই ছয় সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে মানব পাচার। এরাই মানুষ নিলামে তুলছে। বিদেশে যাওয়া লোকজনকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ। শাহপরীর দ্বীপ, লম্বরী, মহেশখালিয়াপাড়া এবং বাহারছড়াসহ সাগরতীরবর্তী ছয়টি ঘাট এখন আলোচনার কেন্দ্রে। কারণ এসব ঘাট দিয়ে সাগরপথে মালয়েশিয়া যাচ্ছে অনেকে। সূত্র: বিডি প্রতিদিন।

শিগগিরই জবাব পাবে ইউক্রেন
কঠোর হুঁশিয়ারি রুশ প্রতিরক্ষামন্ত্রীর

সীমান্ত অঞ্চলে ঢুকে রাশিয়ার বেসামরিক নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলার মতো ইউক্রেনের গর্হিত কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। ইউক্রেন শিগগিরই এর পালটা জবাব পাবে বলেও প্রতিজ্ঞা করেন শোইগু। বুধবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বোর্ড সভায় তিনি বলেন, ২২ মে ইউক্রেনীয় জাতীয়তাবাদী গঠনের একটি ইউনিট বেলগোরোড অঞ্চলের কোজিনকা সীমান্ত চেকপয়েন্টের আশপাশে রাশিয়ার ভূখণ্ডে অনুপ্রবেশ করেছিল। একটি সন্ত্রাসবিরোধী অভিযানের সময় ইউক্রেনীয় জাতীয়তাবাদী গঠনগুলোকে অবরুদ্ধ এবং নিশ্চিহ্ন করা হয়েছিল। বাকি জাতীয়তাবাদীদের ইউক্রেনে ফিরিয়ে দেওয়া হয়েছিল যেখানে সম্পূর্ণ নির্মূল না হওয়া পর্যন্ত তাদের ওপর হামলা অব্যাহত ছিল। ৭০ জনেরও বেশি ইউক্রেনীয় সন্ত্রাসীদের পাশাপাশি স্বয়ংচালিত এবং সাঁজোয়া সরঞ্জাম নিশ্চিহ্ন করা হয়েছে। আমরা ইউক্রেনীয় জঙ্গিদের এই ধরনের কর্মকাণ্ডের দ্রুত এবং অত্যন্ত গুরুতর উপায়ে জবাব দিতে থাকব। আগের দিন মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ইউক্রেনীয় নাশকতাকারী গোষ্ঠীর অনুপ্রবেশের আগে বেলগোরোড অঞ্চলের গ্রেভোরোনস্কি জেলার কোজিনকা চেকপয়েন্ট এবং অন্যান্য বেশ কয়েকটি বেসামরিক লক্ষ্যবস্তুতেবোমাবর্ষণ করে। তাস, বিবিসি। ২ লাখ গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র দিল ইইউ : রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে দুই লাখ গোলাবারুদ ও এক হাজার ক্ষেপণাস্ত্র দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত কিয়েভকে বিভিন্ন ক্যালিবারের ২ লাখ ২০ হাজার আর্টিলারি যুদ্ধাস্ত্র এবং ১,৩০০টি ক্ষেপণাস্ত্র সরবরাহ করল ইউরোপীয় ইউনিয়ন। এ বিষয়টি নিশ্চিত করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল। সূত্র: যুগান্তর

রাশিয়ায় হামলার ঘটনা থেকে নিজেদের দূরে রাখছে আমেরিকা

রাশিয়ার ভেতরে সশস্ত্র ব্যক্তিদের হামলার ঘটনা থেকে নিজেদের দূরত্বে সরিয়ে রাখছে যুক্তরাষ্ট্র। রাশিয়া দাবি করেছে, ইউক্রেন থেকে প্রবেশ করা সশস্ত্র হামলাকারীদের তারা পরাস্ত করেছে।
ইউক্রেনের বেলগোরদ সীমান্ত অঞ্চলে সোমবার ওই হামলার ঘটনা ঘটে। গত বছর প্রতিবেশী দেশে ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর থেকে সীমান্ত অতিক্রম করে এটা রাশিয়ায় হামলা চালানোর অন্যতম বড় ঘটনা।হামলকারীদের ফেলে যাওয়া অথবা ক্ষতিগ্রস্ত হওয়া বেশ কিছু পশ্চিমা যানের ছবি প্রকাশ করেছে রাশিয়া, যার মধ্যে যুক্তরাষ্ট্রে নির্মিত হামভি সাঁজোয়া যানও রয়েছে।যুক্তরাষ্ট্র জানিয়েছে, “রাশিয়ার ভেতরে হামলা চালানোর ব্যাপারে তারা কোন উৎসাহ দেয়নি বা সহায়তাও করেনি”। যুক্তরাষ্ট্রের সরবরাহ করা অস্ত্র ওই হামলায় ব্যবহৃত হয়েছে, এমন ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার ব্যাপারটি স্বীকার করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, “এসব খবরের সত্যতা নিয়ে তার দেশের সন্দেহ রয়েছে”। সূত্র: বিবিসি বাংলা।

বাখমুতের যুদ্ধে ওয়াগনারের ২০ হাজার সেনা নিহত হয়েছে: প্রিগোজিন

ইউক্রেইনের বাখমুত শহরের নিয়ন্ত্রণ নিয়ে লড়াইয়ে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের প্রায় ২০ হাজার সেনা নিহত হয়েছে বলে এর প্রতিষ্ঠাতা জানিয়েছেন। ইয়েভগেনি প্রিগোজিন জানিয়েছেন, ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে ওয়াগনারের হয়ে লড়াই করার জন্য তিনি প্রায় ৫০ হাজার বন্দিকে নিয়োগ দিয়েছিলেন, তাদের প্রায় ২০ শতাংশ নিহত হয়েছে। শহরটি নিয়ে লড়াইয়ে তার ভাড়া করা একই সংখ্যক সেনা নিহত হয়েছে বলে প্রিগোজিন বুধবার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা এক ভিডিও সাক্ষাৎকারে জানিয়েছেন। রাশিয়ার রাজনৈতিক কৌশলবিদ কনসতান্তিন ডলগোভ সাক্ষাৎকারটি নিয়েছেন, খবর আন্তর্জাতিক গণমাধ্যমের। গত শনিবার ওয়াগনার ও রাশিয়ার সামরিক বাহিনী বাখমুতের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে। সেই গত বছরের অগাস্ট থেকে শহরটির নিয়ন্ত্রণ নিয়ে রাশিয়া ও ইউক্রেইনের মধ্যে যুদ্ধ চলছিল। দীর্ঘদিনের লড়াইয়ে শহরটির প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ জয়ের জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কিইভ বলেছে, শহরটির জন্য তাদের সেনারা এখনও লড়াই চালিয়ে যাচ্ছে। সূত্র: বিডি নিউজ