আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
বিপজ্জনক ‘ডারিয়েন গ্যাপ’ পার হওয়া শিশু অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা ৮ গুণ বেড়েছে: ইউনিসেফ
কলম্বিয়া-পানামার মধ্যকার বিপজ্জনক বিস্তৃত জঙ্গল ‘ডারিয়েন গ্যাপ’ পার হওয়া শিশু অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা চলতি বছরের প্রথম চার মাসে দ্রুত বেড়েছে। জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ) গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।যুক্তরাষ্ট্রে প্রবেশ চেষ্টা করা হাজারো অভিবাসনপ্রত্যাশীর জন্য ‘ডারিয়েন গ্যাপ’ এলাকাটি একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট হয়ে উঠেছে।দক্ষিণ আমেরিকার অভিবাসনপ্রত্যাশীরা উন্নত জীবনের আকাঙ্ক্ষায় অপরাধীদের আনাগোনা থাকা এই ভয়ংকর জঙ্গল এলাকা অতিক্রম করতে পিছপা হন না।বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া ইউনিসেফের এক বিবৃতিতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল মাসের মধ্যে ডারিয়েন গ্যাপ অতিক্রম করে রেকর্ড ২৫ হাজার ৪৩১ জন শিশু-কিশোর-কিশোরী পানামায় প্রবেশ করেছে। এদের মধ্যে সঙ্গীসহ ও সঙ্গীবিহীন উভয় ধরনের শিশু ছিল। ইউনিসেফের তথ্য অনুসারে, গত বছরের একই সময়ের (জানুয়ারি-এপ্রিল) তুলনায় ডারিয়েন গ্যাপ অতিক্রমকারী শিশু অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা আট গুণ বেশি। গত বছরের প্রথম চার মাসে তিন হাজারের বেশি শিশু ডারিয়েন গ্যাপ অতিক্রম করেছিল। সূত্র: প্রথম আলো


মস্কো-কিয়েভ পাল্টা ড্রোন হামলা
রাশিয়ার রাজধানী মস্কোয় গতকাল মঙ্গলবার নজিরবিহীন ড্রোন হামলা হয়েছে। এ হামলার জন্য কিয়েভকে দায়ী করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে এ অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ। অন্যদিকে কিয়েভ রুশ দখলদার বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর প্রস্তুতির ঘোষণা দেওয়ার পর টানা তৃতীয় দিন কিয়েভে হামলা চালাল রাশিয়া। রুশ কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কোর আবাসিক ভবনগুলোতে তিনটি ড্রোন বিধ্বস্ত হয়েছে। হামলায় গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। ভবনগুলোতে হালকা ক্ষয়ক্ষতি হয়েছে।
মস্কো-কিয়েভ পাল্টা ড্রোন হামলারুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আটটি ড্রোন দিয়ে এই হামলা চালানো হয়েছে।এর মধ্যে পাঁচটি ভূপাতিত করা হয়েছে এবং তিনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। আবাসিক ভবনে আঘাত হানা ড্রোনগুলোর মধ্যে দুটি মস্কোর দক্ষিণ-পশ্চিমের বহুতল ভবনগুলোতে পড়ে। অন্যটি মস্কো শহরতলির একটি আবাসিক ভবনে আঘাত হানে। সূত্র: কালের কণ্ঠ
এবার মস্কোয় ড্রোন হামলা
ইউক্রেনকে দায়ী করল রাশিয়া
টানা তিন রাত কিয়েভে মস্কোর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পাল্টায় রাশিয়ার রাজধানী লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হলো। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধ শুরু করার পর এই প্রথম মস্কোতে একাধিক ড্রোন দিয়ে হামলা চালানো হলো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, অন্তত আটটি ড্রোন দিয়ে কিয়েভ একটি সন্ত্রাসবাদী হামলা চালিয়েছে। এতে কিছু ভবনের ক্ষতি হয়েছে। তবে সামান্য। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, হামলায় কেউ গুরুতর আহত হয়নি। তবে ইউক্রেনের প্রেসিডেন্টের একজন কর্মকর্তা মিখাইলো পোডোলিয়াক বলেছেন, এ হামলায় কিয়েভ সরাসরি জড়িত ছিল না। তবে এরকম ঘটনা যে ঘটেছে তাতে ইউক্রেন খুশি এবং এমন হামলা আরও বাড়বে বলে তারা ধারণা করছেন। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আটটি ড্রোনকেই মাঝপথে থামাতে পাল্টা হামলা চালানো হয়।
প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ‘এর মধ্যে তিনটি ড্রোনকে ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে মাঝপথে আটকানো হয়। অন্য পাঁচটি ড্রোন পান্টসির-এস ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করে দেওয়া হয়।’ এর আগে রুশ গণমাধ্যমের রিপোর্টে বলা হয়েছিল, হামলায় ৩০টির মতো ড্রোন ব্যবহার করা হয়েছিল। কর্তৃপক্ষ বলছে, গুলি করে ধ্বংস করার পর এগুলো বিভিন্ন ভবনের ওপর গিয়ে পড়েছিল। সূত্র: বিডি প্রতিদিন।
ড্রোন হামলায় কেঁপে উঠল মস্কো
নাগরিকদের টার্গেট করছে ইউক্রেন : পুতিন
গত সপ্তাহেই রাশিয়ায় পালটা হামলার হুমকি দিয়েছিল ইউক্রেন। তারপর থেকেই বিচ্ছিন্নভাবে হামলার শিকার হচ্ছে রুশ ভূখণ্ড। প্রথমে রাশিয়ার সীমান্ত অঞ্চল। এবার ইউক্রেন থেকে এক হাজার মাইল দূরের রাশিয়ার রাজধানী মস্কোর আবাসিক এলাকায়। মঙ্গলবার ভোরে পরপর ৮টি ড্রোন হামলায় কেঁপে ওঠে রাশিয়ার প্রাণকেন্দ্র মস্কো। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, হামলায় ৩২টি ড্রোনের একটি বিশাল বহর যুক্ত থাকতে পারে। রাশিয়ার স্বাধীন টিভি চ্যানেল দ্য রেইন’র সাক্ষাৎকারে এক প্রত্যক্ষদর্শী বলেন, স্থানীয় সময় ভোর ৪.২০ মিনিটে পরপর কয়েকটি বিস্ফোরণের শব্দ পান তিনি। তার ১০ মিনিটের মধ্যেই জরুরি সেবা ব্যবস্থা চলে আসে মস্কোভিস্কির অ্যাপার্টমেন্ট ব্লকে। দ্য মস্কো টাইমস, এএফপি, রয়টার্স, সিএনএন।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া’র (আরআইএ) খবরে বলা হয়েছে, প্রথম ড্রোনটি আঘাত হানে মস্কোর দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আবাসিক এলাকার প্রফসয়ুজনায়া সড়কের ৯৮ নম্বর ভবনের উপরের তলায়। এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। দ্বিতীয়টি লেনিনস্কি প্রসপেক্টে (লেনিন এভিনিউ) একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ১৪ তলার একটি ফ্ল্যাটে। তৃতীয়টি নিউ মস্কোর আটলাসোভা স্ট্রিটের একটি ২৪তলা আবাসিক ভবনে। এতে ভবনটির সম্মুখভাগ ক্ষতিগ্রস্ত হয়। ২০১২ সালে রাশিয়ার রাজধানী সম্প্রসারণের সময় দক্ষিণ-পশ্চিমের এ শহরটি মস্কোভুক্ত হয়। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনার জন্য ইউক্রেনকে দায়ী করলেও বরাবরের মতো এবারও অস্বীকার করেছে ইউক্রেন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এটাকে ‘সন্ত্রাসী আক্রমণ’ বলে উল্লেখ করেছে। চলতি মাসের গোড়ার দিকে (২ মে) ক্রেমলিনের উদ্দেশে দুটি ড্রোন হামলা নস্যাৎ করা হলেও আবাসিক এলাকা টার্গেট করে হামলা এবারই প্রথম। সূত্র: যুগান্তর
সেই ‘গোয়েন্দা তিমি’ এবার সুইডেন উপকূলে
সেই ‘গোয়েন্দা তিমি’কে এবার সুইডেনের উপকূলে দেখা গেছে। এর আগে ২০১৯ সালে তিমিটিকে নরওয়ের উপকূলে প্রথম দেখা গিয়েছিল। সে সময় দেশটির মৎস্য অধিদপ্তরের সদস্যরা তিমিটির শরীর থেকে মানুষের বেঁধে দেওয়া একটি বেল্ট অপসারণ করে। এতে একটি ক্যামেরা বসানো ছিল। প্লাস্টিকের ওই বেল্টে লেখা ছিল, ‘সরঞ্জাম সেন্ট পিটার্সবার্গ’। অধিদপ্তরের কর্মকর্তাদের ধারণা, এটি একটি গোয়েন্দা তিমি। একে প্রশিক্ষণ দিয়ে থাকতে পারে রাশিয়ার নৌবাহিনী। খবর- এএফপি -তিমিটির গতিবিধি নজরে রাখা একটি সংগঠন সোমবার বলেছে, সুইডেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুনেবোস্ট্র্যান্ড উপকূলে রোববার একে দেখা গেছে।তিমিটি নরওয়ের উপকূলরেখার ওপরের অর্ধাংশ থেকে ধীরে ধীরে নিচের দিকে নামতে তিন বছরের বেশি সময় নেয়। সুইডেন উপকূলে যাওয়ার আগে সাম্প্রতিক মাসগুলোতে হঠাৎ দ্রুততার সঙ্গে উপকূলের নিচের অংশ পার হয়। ওয়ানহোয়েল সংস্থার সামুদ্রিক জীববিজ্ঞানী সেবাস্তিয়ান স্ট্র্যান্ড বলেছেন, হরমোন তিমিটিকে একজন সঙ্গী খুঁজে পেতে তাড়িত করায় এটি হয়ত এত দ্রুতগতিতে সরছে। তিমিটির বয়স ১৩-১৪ বছর। এই বয়সে এ ধরনের হরমোন বেশি থাকে। সূত্র: সমকাল
কাশ্মীরে বাস খাদে, ১০ তীর্থযাত্রী নিহত
ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। পাঞ্জাবের অমৃতসর থেকে তীর্থযাত্রী বহনকারী একটি বাস বৈষ্ণদেবী মন্দিরের দিকে যাচ্ছিল। জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে ঝঝ্ঝর কোটলি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে যায়। জম্মু পুলিশের সিনিয়র সুপারিন্ডেডেন্ট চন্দন কোহলি জানান, দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত ৫৫ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর পাশাপাশি স্থানীয়রাও উদ্ধারকাজে সাহায্য করেছেন। ঘটনাস্থল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে, বাসটি জাতীয় মহাসড়কের নিচে উল্টে পড়ে রয়েছে। সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। সূত্র: দৈনিক বাংলা
হাল ছাড়ছেন না ইমরান
দেড় শতাধিক মামলা ঝুলছে তার নামে, এদিকে সেনাবাহিনীর প্রচ্ছন্ন চাপে গণহারে তার দল ছাড়ছেন নামকরা নেতাকর্মীরা। একই সঙ্গে গ্রেপ্তার হওয়া সমর্থকরা আছেন সামরিক আদালতে বিচারের আশঙ্কায়। তার দলকেও নিষিদ্ধ করা হতে পারে। সব মিলিয়ে অনেকটা বিপর্যস্ত সময় পার করছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তবে বিপর্যস্ত হলেও হাল ছাড়ছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে যতটা সম্ভব প্রত্যয়ী থেকে সাবেক এই তারকা ক্রিকেটার জানিয়েছেন, রাজনীতির মাঠ ছাড়ছেন না তিনি। সাক্ষাৎকারের শুরুতেই ইমরান এসব সংকটে নতি স্বীকার না করার অটল মানসিকতা তুলে ধরেন। ৯ মে ইমরান খানকে গ্রেপ্তারের পর তার দলের নেতাকর্মী ও সমর্থকরা সেনাসদর এবং একাধিক সেনা কর্মকর্তার বাসভবনে ভাঙচুর চালায়। সেই অভিযোগে উসকানিদাতা হিসেবে সেনা আইনে বিচার করা হতে পারে ইমরান খানের। তবে বিষয়টিকে খুব বড় সমস্যা বলে মনে করেন না ইমরান। তিনি বলেন, ‘আপনারা মনে করতে পারেন এটা আমার জন্য বড় সংকট। আমি মনে করছি না।’ সূত্র: দেশ রুপান্তর
উত্তর কোরিয়ার কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ চেষ্টা ব্যর্থ
এই উৎক্ষেপণ চেষ্টা পারমাণবিক অস্ত্রসজ্জিত দেশটির কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ষষ্ঠ আর ২০১৬-র পর প্রথম প্রচেষ্টা ছিল।
উত্তর কোরিয়ার একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের চেষ্টা ব্যর্থতার মধ্য দিয়ে শেষ হয়েছে, উৎক্ষেপিত রকেট সাগরে পড়ে ডুবে গেছে বলে দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানিয়েছে।উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, ইঞ্জিন ও ফুয়েল সিস্টেমে অস্থিতিশীলতার কারণে নতুন ‘চোল্লিমা-১’ কৃত্রিম উপগ্রহের উৎক্ষেপণ রকেট ব্যর্থ হয়েছে।দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, তারা সাগর থেকে রকেট চালিত যানটির কিছু অংশ উদ্ধার করেছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বুধবারের এই উৎক্ষেপণ চেষ্টা পারমাণবিক অস্ত্রসজ্জিত দেশটির কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের ষষ্ঠ আর ২০১৬-র পর প্রথম প্রচেষ্টা ছিল। উত্তর কোরিয়ার প্রথম গোয়েন্দা স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করার কথা ছিল এটির। সূত্র: বিডি নিউজ
আমেরিকার ভিসা নিষেধাজ্ঞা – উগান্ডা, নাইজেরিয়া ও সোমালিয়ায় যা হয়েছে
বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ করার জন্য আমেরিকা যে ভিসা নীতি ঘোষণা করেছে সেটি নিয়ে আলোচনা এখন বেশ সরগরম। আওয়ামী লীগ এবং বিএনপি দেখাতে চাইছে নতুন ভিসা নীতি কারণে তাদের প্রতিপক্ষ চাপে পড়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বলেছে, ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচনে’ যারা বাধা দেবে তাদের উপর ভিসা নিষেধাজ্ঞা দেয়া হবে । ভিসা নিষেধাজ্ঞা আমেরিকা এরই মধ্যে আফ্রিকার কয়েকটি দেশে দিয়েছে। সেসব দেশ হচ্ছে – নাইজেরিয়া, উগান্ডা এবং সোমালিয়া। এসব দেশে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে নির্বাচনের পরে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে ভিসা নিষেধাজ্ঞার হুমকি দেয়া হয়েছে নির্বাচনের অন্তত সাত মাস আগে। প্রশ্ন হচ্ছে, আফ্রিকার দেশগুলোতে এই ভিসা নিষেধাজ্ঞার বিষয়টি কতটা কার্যকর হয়েছে? বাংলাদেশে ভিসা নীতি ঘোষণার ঠিক নয় দিন আগে একই ধারা ব্যবহার করে নাইজেরিয়াতে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। সেখানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোটারদের ভয় দেখানো, ভোটের ফলাফল কারচুপি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের জন্য কিছু ব্যক্তির বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। সূত্র: বিবিসি বাংলা।
সৌন্দর্য প্রতিযোগিতার বিজয়ীর মুকুট আছড়ে ভাঙলেন স্বামী
সুন্দরী প্রতিযোগিতায় নাম দিয়েছিলেন স্ত্রী। সব রাউন্ড জিতে এলেও ফাইনাল রাউন্ডে গিয়ে হেরে যান তিনি। এরপরেই প্রচণ্ড রাগে অন্ধ হয়ে স্টেজে উঠে বিজয়ীর মুকুট কেড়ে মাটিতে আছড়ে ফেলে ভেঙে দিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ব্রাজিলের এক এলজিবিটিকিউপ্লাস সুন্দরী প্রতিযোগিতায়। গত শনিবার সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যম গ্লোবোর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, মিস গে মাতো গ্রসো ২০২৩ প্রতিযোগিতার বিজয়ী ঘোষণার পরপরই ওই ব্যক্তি রাগে ফেটে পড়েন এবং বিজয়ীর মুকুট আছড়ে ভেঙে ফেলেন।এই ঘটনার ভিডিওটি ধারণ করেন অন্য আরেক প্রতিযোগী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পড়ে ভিডিওটি।
এতে দেখা গেছে, সুন্দরী প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে একজন নারী বিজয়ী ঘোষণা করার জন্য মুকুট হাতে দাঁড়িয়ে আছেন। তার সামনেই রয়েছে চূড়ান্ত দুই প্রতিযোগী ন্যাথালি ব্রেকার ও ইমানুয়েলি বেলিনি। বিজয়ী ঘোষণার পূর্বে অপেক্ষায় উৎসুক জনতা। সূত্র: দৈনিক আমাদের সময়।