হামাস-ইসরায়েল যুদ্ধে ৬০০ ইসরায়েলি নিহত, যুদ্ধ অনুমোদন
অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে দখলদার ইসরাইলে স্বাধীনতাকামী হামাস যোদ্ধাদের হামলায় নিহতের সংখ্যা বেড়েই চলছে। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় এ পর্যন্ত ৩১৩ জন ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। অপর দিকে চলমান এ সংঘর্ষে ৬০০ ইসরায়েলি নিহত হয়েছে। আহত হয়েছেন দুই হাজারের বেশি ইসরাইলি। খবর আলজাজিরার।
এমন পরিস্থিতিতে ইসরায়েলের নিরাপত্তা পরিষদ অফিশিয়ালি এ যুদ্ধের অনুমোদন দিয়েছে।


টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, হামাসের হামলায় নিহতদের সরিয়ে নেওয়ার কাজে ইসরায়েলি বাহিনীকে সহায়তা করছে ইসরায়েলের স্বেচ্ছাসেবী গোষ্ঠী জাকা। এই গোষ্ঠীর একজন মুখপাত্র হেব্রু ভাষার গণমাধ্যমকে বলেছেন, এখন পর্যন্ত ৬ শতাধিক ইসরায়েলি নিহত হয়েছেন।
হামাসের বন্দুকধারীদের সাথে ইসরায়েলি সামরিক বাহিনীর চলমান যুদ্ধের মাঝেই মরদেহ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে জাকা। এদিকে, হামাসের হামলা তীব্র হওয়ায় গাজা উপত্যকা লাগোয়া ইসরায়েলি ভূখণ্ড থেকে নিজ নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে ইসরায়েল।
ইসরায়েলের সম্প্রচার মাধ্যম কান, চ্যানেল-১২, ইংরেজি দৈনিক হারেৎজ এবং টাইমস অব ইসরায়েল হামাসের হামলায় ইসরায়েলিদের হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে মৃত্যুর এই সংখ্যা নিশ্চিত করেনি।
এদিকে ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। জবাবে লেবাননের দক্ষিণাঞ্চলে হামলা চালিয়েছে ইসরায়েলও।
এক বিবৃতিতে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলার দায় স্বীকার করেছে। বিবৃতিতে বলা হয়, ‘রাডার সাইট, জিবদিন ও রুওয়াইসাত আল-আলমে ব্যাপক আর্টিলারি শেল ও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আমরা অধিকৃত লেবানিজ শেবা ফার্ম এলাকায় তিনটি ইসরায়েলি স্থাপনায় হামলা করেছি।’
গাজাকে ‘নির্জন দ্বীপে’ পরিণত করার হুমকি নেতানিয়াহুর
অবরুদ্ধ গাজা উপত্যকায় বড় ধরনের স্থল অভিযান চালাতে পারে দখলদার ইসরায়েলি বাহিনী। এ বিষয়টি মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে তারা। এরমধ্যেই ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুমকি দিয়েছেন, গাজাকে একটি ‘নির্জন দ্বীপে’ পরিণত করা হবে। তিনি গাজার বাসিন্দাদের সরে যাওয়ার আহ্বান জানিয়েছে। আর তার এমন হুমকির পর আশঙ্কা দেখা দিয়েছে, যে কোনো সময় ইসরায়েলিরা গাজায় হামলা চালানো শুরু করতে পারে।
হামাসের আরও সেনা ঢুকে পড়েছে ইসরায়েলে, যুদ্ধ তুঙ্গে
গাজায় ইসরায়েলি বিমানবাহিনীর তীব্র বিমান হামলা ও ব্যাপক অভিযানের মধ্যেই এখনো ইসরায়েলের ভেতরে লড়াই চালিয়ে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি আজ রোববার এক প্রতিবেদনে জানিয়েছে, দক্ষিণ ইসরায়েলের বেশ কয়েকটি জায়গায় ইসরায়েলের সেনাবাহিনী ও হামাসের যোদ্ধাদের মধ্যে লড়াই চলছে।
ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরাইলের আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা
এবার ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করল ইসরাইলের মন্ত্রীসভা। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। রোববার (৮ অক্টোবর) ইসারাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এ তথ্য নিশ্চিত করেছে। খবর আলজাজিরা। নেতানিয়াহু জানিয়েছেন, গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরাইলের ওপর যুদ্ধ আরোপ করেছে।