থানায় ফেরার পথে ছুরিকাঘাতে আহত এএসআই
রাজধানীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে মফিজুল ইসলাম (৪০) নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) গুরুতর আহত হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৩ নভেম্বর) রাত ৮টার দিকে রাজধানীর খিলক্ষেতে ঘটে এ ঘটনা। তার অবস্থা আশঙ্কাজনক।


খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বলেন, এএসআই মফিজুল ইসলাম খিলক্ষেতের ৩০০ ফিট এলাকায় চেকপোস্টে ডিউটি শেষে অটোরিকশায় করে থানায় ফিরছিলেন। পরে কুরাটলি এলাকায় রিকশা থেকে নামার পর দুর্বৃত্তরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।
ওসি জানান, আহত মফিজুল ইসলামের অবস্থা আশঙ্কাজনক। তার বুক, পেট ও মাথায় বেশ কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনা পূর্ব শত্রুতার জেরে কি না বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
তিনি জানান, খবর পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি রাখা হয়েছে।