আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
গাজায় প্রতিদিন ২ ট্রাক জ্বালানি ঢুকতে দিতে রাজি ইসরায়েল
অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি ঢুকতে দিতে রাজি হয়েছে ইসরায়েল। দেশটি জানিয়েছে, ফিলিস্তিন ভূখণ্ডে প্রতিদিন দুই ট্রাক জ্বালানি তেল ঢুকতে পারবে। মূলত যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক মহলের চাপের মুখে এ সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল। এর ফলে চরম জ্বালানিসংকটে ধুঁকতে থাকা গাজাবাসীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা বলেছেন, প্রতি দুই দিনে গাজায় প্রায় ১ লাখ ৪০ হাজার লিটার জ্বালানি তেল প্রবেশের অনুমতি দেওয়া হবে। এই জ্বালানি তেলের বেশির ভাগই মানবিক সহায়তা দেওয়ার ট্রাক চলাচল, যুদ্ধবিধ্বস্ত গাজায় পানি ও স্যানিটেশনের সুবিধা দেওয়ার জন্য জাতিসংঘকে দেওয়া হবে। বাকিটা ব্যবহার করা হবে মুঠোফোন ও ইন্টারনেট পরিষেবা নির্বিঘ্ন রাখার জন্য। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, গাজায় জ্বালানি সরবরাহের এ সিদ্ধান্ত সপ্তাহখানেক আগেই নেওয়া হয়েছিল, কিন্তু ঘোষণা করতে বিলম্ব হওয়ার পেছনে দুটি কারণ ছিল। প্রথমত, গাজার দক্ষিণাঞ্চলে জ্বালানি ফুরিয়ে যায়নি, যুক্তরাষ্ট্রকে এমনটাই জানিয়েছিলেন ইসরায়েলি কর্মকর্তারা। দ্বিতীয়ত, এই সুবিধা দেওয়ার বিনিময়ে হামাসের হাতে আটক কিছু বন্দীর মুক্তি নিশ্চিত করতে চেয়েছিল ইসরায়েল। সূত্র: প্রথম আলো


আল-শিফা হাসপাতালে ইসরায়েলি হামলা
আইসিইউর সব রোগী নিহত
গাজায় আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মাদ আবু সালমিয়া দাবি করেছেন, ইসরায়েলি বাহিনীর হামলায় হাসপাতালটির আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ভর্তি সব রোগীর মৃত্যু হয়েছে। তিনি বলেছেন, হাসপাতালটিতে রোগী, চিকিৎসকসহ প্রায় ৭ হাজার জন আশ্রয় নিয়েছেন। তারা সবাই ইসরায়েলি হামলার মুখে আছে। তিনি আরও বলেন, হামলার পর হাসপাতালটিতে এখন পানি ও অক্সিজেন নেই এবং রোগীরা তৃষ্ণায় চিৎকার করছে। ইসরায়েলি ট্যাংক হাসপাতালটি ঘিরে আছে আর ওপরে ঘুরছে ড্রোন। হাসপাতালের ভিতরে দ্বিতীয় দিনের মতো তল্লাশি চালিয়েছে সৈন্যরা। হাসপাতালের ভিতরে আটকেপড়া এক সাংবাদিক বিবিসির রুশদি আবু আলৌফকে ফোনে জানিয়েছেন, ‘ইসরায়েলি সৈন্যদের সব জায়গায় দেখা যাচ্ছে এবং তারা সব দিক দিয়ে গুলি করছে’। এদিকে গতকাল জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছে। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, তাদের সৈন্যরা গাজায় এক জিম্মির মৃতদেহ পেয়েছে। ৬৫ বছর বয়সী ইয়েহুডিত ওয়েইসকে গত সাতই অক্টোবর অপহরণ করে নিয়ে এসেছিল সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা। সূত্র: বিডি প্রতিদিন।
ইসরাইলি যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খান এ তথ্য জানিয়েছেন।গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (পূর্বে টুইটার) দেওয়া এক বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর করিম আহমেদ খান জানান, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বলিভিয়া, কমোরোস ও জিবুতি যৌথভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে ওই আবেদন করেছে। দক্ষিণ আফ্রিকা বলেছে, গাজার বর্তমান পরিস্থিতির দিকে আইসিসি যেন জরুরিভিত্তিতে মনোযোগ দেয় ও তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে তারা। সূত্র; যুগান্তর
চিনপিংয়ের কাছে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ কিশিদার
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, তিনি চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের কাছে জাপানের আশপাশে তাঁর দেশের সামরিক তৎপরতার বিষয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। এ সময় তিনি জাপানের সামুদ্রিক খাবার আমদানির ওপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করারও দাবি জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে এশিয়া প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে এক বৈঠকে মিলিত হন দুই নেতা। গত এক বছরের মধ্যে এই প্রথমবারের মতো চিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন কিশিদা।
জাপানের একটি টেলিভিশন চ্যানেলকে তিনি বলেন, ‘রাশিয়াকে সহযোগিতা করা এবং জাপান সীমান্তের অদূরে চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতার বিষয়ে আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছি। একই সঙ্গে জাপানসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতার গুরুত্বের ওপর পুনরায় জোর দিয়েছি।’
জাপানের এক্সক্লুসিভ অর্থনৈতিক জোনের (ইইজেড) কথা উল্লেখ করে কিশিদা বলেন, ‘পূর্ব চীন সাগর নিয়ে আমি ফের আমাদের গভীর উদ্বেগ প্রকাশ করেছি এবং জাপানের ইইজেডে স্থাপিত ভাসমান বিভিন্ন বস্তু (চীনের) দ্রুত সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছি।’ সূত্র: কালের কণ্ঠ
ফিলিপাইনে ভূমিকম্পে মৃত্যু ৬, নিখোঁজ ২
ফিলিপাইনের মিন্দানাও অঞ্চলে শুক্রবার বিকেলের ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও দু’জন। খবর-রয়টার্স।স্থানীয় সময় বিকেল ৪টা ১৪ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৯। এর গভীরতা ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৭। এর উৎপত্তিস্থল ছিল মধ্যাঞ্চলীয় বুরিয়াস শহরের ২৬ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে, ভূপৃষ্ঠের ৭৮ কিলোমিটার গভীরে। দেশটির দুর্যোগ দপ্তরের একজন কর্মকর্তা জানিয়েছেন, দক্ষিণ কোটাবাতোয় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কংক্রিটের দেওয়াল ধসে এক দম্পতি মারা গেছেন। এছাড়া শপিংমলে আরেকজন নারীর মৃত্যু হয়েছে। সূত্র; সমকাল
গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়াল
বিগত প্রায় দেড় মাস ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা ১২ হাজার ছাড়িয়েছে।এর মধ্যে ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার। বার্তা সংস্থা এএফপি ও আনাদোলু এজেন্সির পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। নিহতদের মধ্যে ৫ হাজারের বেশি শিশু এবং ৩ হাজার ৩০০ নারী। এ ছাড়া ইসরায়েলি হামলায় আহত হয়েছে আরও অন্তত ৩০ হাজার।হামাস নিয়ন্ত্রিত গাজার জনসংযোগ বিভাগ বিবৃতিতে বলেছে, ইসরায়েলি দখলদার বাহিনী অন্তত ১ হাজার ২৭০টি বর্বর হত্যাকাণ্ড ঘটিয়েছে। নিহতদের মধ্যে ২০০ চিকিৎসাকর্মী, ২২ জন সিভিল ডিফেন্স সদস্য এবং ৫১ জন সাংবাদিক রয়েছে। সূত্র: আজকের পত্রিকা।
গাজায় ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশসহ ৫ দেশ
ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধের এবং উপত্যকার সার্বিক পরিস্থিতির তদন্ত চেয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশসহ পাঁচটি দেশ। শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান আইসিসির জ্যেষ্ঠ প্রসিকিউটর করিম আহমেদ খান। তিনি বলেন, ৫ দেশের প্রতিনিধিদের এই যৌথ আবেদন গ্রহণ করেছে আইসিসি। খবর রয়টার্স।আবেদন জানানো পাঁচটি দেশের মধ্যে বাংলাদেশ ছাড়া অন্যান্য দেশগুলো হল, দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি। সূত্র: দেশ রুপান্তর
এবার দক্ষিণ গাজা ছেড়ে যেতে বলল ইসরায়েল
উত্তর গাজায় স্থল হামলার প্রেক্ষাপটে গাজার অধিবাসীদের দক্ষিণে সরে যেতে বলেছিল ইসরায়েল। এবার দক্ষিণ গাজা থেকেও সরতে বলছে। গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) এক বিবৃতিতে এই নির্দেশ জারি করেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। খবর রয়টার্স। সেখানে অবরুদ্ধ গাজার সাধারণ ফিলিস্তিনিদের দক্ষিণের শহর খাজা ইউনিস ত্যাগ করার নির্দেশনা দেয়। তেল আবিবের স্থল অভিযানের সামনের লক্ষ্য ওই এলাকা।ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সহকারী মার্ক রেগেভ গণমাধ্যমকে বলেন, আমরা জানি সাধারণ মানুষের স্থনান্তরিত হওয়া সহজ নয়। তবুও আমরা তাদের সেখান থেকে সরে যেতে বলেছি। আমরা চাই না ক্রসফায়ারে বেসামরিক কেউ মারা যাক।এর আগে উত্তর গাজায় হামলার আগে সেখানকার বাসিন্দাদের দক্ষিণে সরে যেতে বলা হয়। ওই সময় কয়েক হাজার ফিলিস্তিনি দক্ষিণে পালিয়ে আসে। পালানোর সময় বিমান হামলায় শতশত ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে।খাজা ইউনিসে চার লাখেরও বেশি মানুষের বসবাস। এ শহরসহ দক্ষিণের অন্যান্য এলাকায় নিয়মিত বিমান বর্ষণ করে মানুষ হত্যা করেছে আইডিএফ। সূত্র: বণিক বার্তা
কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করছে দক্ষিণ কোরিয়া
কোরীয়দের কুকুরের মাংস খাওয়ার অভ্যাস বিদেশিদের কাছে সমালোচিত হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার ভেতরেও কুকুরের মাংস খাওয়ার বিরুদ্ধে মত জোরাল হচ্ছে।
প্রাণী অধিকার নিয়ে সচেতনতা বাড়তে থাকার মধ্যে প্রাচীন প্রথা নিয়ে বিতর্কের অবসান ঘটিয়ে কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করতে চলেছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার একথা জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন দলের নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা। কোরীয়দের কুকুরের মাংস খাওয়ার অভ্যাস বিদেশিদের কাছে নিষ্ঠুরতার জন্য সমালোচিত হয়েছে। তবে দক্ষিণ কোরিয়ার ভেতরেও কুকুরের মাংস খাওয়ার বিরুদ্ধে মত জোরাল হচ্ছে, বিশেষ করে তরণ প্রজন্মের মধ্যে।
ক্ষমতাসীন পিপল পাওয়ার পার্টির নীতি প্রধান ইউ ইউই-ডং সরকারি কর্মকর্তা এবং প্রাণী অধিকার কর্মীদের সঙ্গে এক বৈঠকে বলেন, “কুকুরের মাংস খাওয়া নিয়ে সামাজিক দ্বন্দ্ব ও বিতর্কের অবসান ঘটাতে একটি বিশেষ আইন জারির সময় এসেছে।”দক্ষিণ কোরিয়া সরকার এবং ক্ষমতাসীন দল চলতি বছর কুকুরের মাংস খাওয়া নিষিদ্ধ করার জন্য পার্লামেন্টে একটি বিল উত্থাপন করবে বলে জানিয়েছেন তিনি। এতে দ্বিদলীয় সমর্থন লাভের আশা প্রকাশ করে ইউই-ডং বলেন, “বিলটি পার্লামেন্টে সহজেই পাস হওয়া উচিত।”দেশটির কৃষিমন্ত্রী চুং হোয়াং-কেউন এক বৈঠকে বলেছেন, “সরকার দ্রুতই নিষেধাজ্ঞা কার্যকর করবে এবং কুকুরের মাংস ব্যবসায়ীদেরকে তাদের ব্যবসা বন্ধ করতে যতটা সম্ভব সর্বোচ্চ সহায়তা করবে।” সূত্র: বিডি নিউজ
অসুস্থতার অজুহাত আর নদী সাঁতরে ইউক্রেন থেকে কেন পালাচ্ছে পুরুষরা
যুদ্ধে সামরিক বাহিনীতে নিয়োগ পাওয়া এড়াতে ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে প্রায় ২০ হাজার পুরুষ দেশটি থেকে পালিয়েছে। এমন তথ্য জানতে পেরেছে বিবিসি। এদের মধ্যে কেউ কেউ দেশ ত্যাগ করতে গিয়ে বিপজ্জনক নদী সাঁতরে পার হয়েছে। অনেকে আবার রাতের আঁধারে হেটেই সীমান্ত অতিক্রম করেছে।কিয়েভ জানিয়েছে, আরো একুশ হাজার ১১৩ জন পালানোর চেষ্টা করার সময় ইউক্রেনীয় কর্তৃপক্ষের হাতে ধরা পড়েছে।রাশিয়ার আক্রমণের পর ১৮-৬০ বছর বয়সী পুরুষদের দেশত্যাগের উপর নিষেধাজ্ঞা দেয়া হয়। কিন্তু বিবিসির হাতে যে তথ্য এসেছে তা থেকে জানা যাচ্ছে, প্রতিদিন কয়েক ডজন করে পুরুষ ইউক্রেন ছেড়েছে। সূত্র: বিবিসি বাংলা