আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
আল-শিফা হাসপাতালেরর নিচে সুড়ঙ্গ নিয়ে পাল্টাপাল্টি দাবি
ফিলিস্তিনের গাজার আল-শিফা হাসপাতালের নিচে হামাসের একটি সুড়ঙ্গ পাওয়ার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে ওই দাবি নাকচ করে দিয়েছে হামাস। গাজায় ও বিশেষ করে হাসপাতালে অভিযানকে বৈধতা দিতে কয়েক দিন ধরেই সেখানে হামাসের সামরিক তৎপরতার কথিত প্রমাণ প্রদানে মরিয়া ইসরায়েল। এদিকে অন্যতম বিশ্বশক্তি চীন এবং মুসলিম বিশ্বের প্রতিনিধিরা গতকাল সোমবার গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছেন। আরববিশ্বসহ ইসলামী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা গতকাল বেইজিং সফরে যাওয়ার পর এ দাবি ওঠে।ইসরায়েলি সেনাবাহিনী গত রবিবার এক বিবৃতিতে গাজার সবচেয়ে বড় হাসপাতাল আল-শিফার নিচে ১৮০ ফুট লম্বা ও ৩২ ফুট গভীর সুড়ঙ্গ পাওয়ার দাবি করে। এ রকম দাবি করে কয়েক দিন ধরেই হাসপাতালটি অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক আল-শিফার নিচে সুড়ঙ্গ পাওয়ার দাবিকে ‘নির্জলা মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন। সূত্র; কালের কণ্ঠ


ভারতে ‘ইউএফও’, ছুটে গেল জঙ্গি বিমান
ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা দাবি করেছেন, মণিপুর রাজ্যের ইম্ফল বিমানবন্দরের কাছে একটি অজ্ঞাত উড়ন্ত বস্তু বা ইউএফও দেখা গেছে। আর সেই বস্তুটিকে ধরতে সেদিকে দুটি রাফাল জঙ্গি বিমান ধাওয়া করে। তবে ভারতের প্রতিরক্ষা কর্মকর্তারা এএনআইকে বলেছেন, অত্যাধুনিক সেন্সরে সজ্জিত বিমানটি ইউএফওর খোঁজে ওই এলাকায় নিচু দিয়ে উড়ে গেলেও সেখানে কিছু পায়নি। রবিবার দুপুর প্রায় আড়াইটার দিকে এ ঘটনা ঘটেছে বলে এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে। এতে কয়েকটি বাণিজ্যিক ফ্লাইটের সূচি বিঘ্নিত হয়। প্রতিরক্ষা কর্মকর্তা বলছেন, ‘ইম্ফল বিমানবন্দরের ওপরে ইউএফওর ভিডিও ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলো সেটির বিস্তারিত বের করার চেষ্টা করছে।’ সূত্র: বিডি প্রতিদিন।
অক্সফ্যামের প্রতিবেদন
বিশ্বে ধনীর ১ শতাংশ ৬৬ শতাংশ দরিদ্রের সমান কার্বন নিঃসরণ করছে
বিশ্বের মোট জনসংখ্যার দরিদ্রতম ৬৬ শতাংশ বা ৫০০ কোটি মানুষ যে পরিমাণ কার্বন নিঃসরণ করে, একই পরিমাণ নিঃসরণ করছে মাত্র ১ শতাংশ ধনী বা ৭ কোটি ৭০ লাখ মানুষ। রোববার আন্তর্জাতিক সংস্থা অক্সফ্যাম প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে। খবর এএফপির। প্রতিবেদনটির সহলেখক ম্যাক্স লাওসন বলেন, জলবায়ু সংকট মোকাবিলা করা একটি সমন্বিত চ্যালেঞ্জ। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে সবাই সমভাবে দায়ী নয়। বিষয়টি মাথায় রেখে সেভাবে সরকারি নীতিমালা তৈরি করা প্রয়োজন। আপনি যত ধনী হবেন, তত আপনার জন্য ব্যক্তিগত ভোগবিলাস ও বিনিয়োগজনিত কার্বন নিঃসরণের মাত্রা কমানো সহজ হবে। আপনার ওই তৃতীয় গাড়িটির প্রয়োজন নেই কিংবা চতুর্থ অবকাশে যাওয়ার প্রয়োজন নেই অথবা সিমেন্টশিল্পে বিনিয়োগের প্রয়োজন নেই। স্টকহোম এনভায়রনমেন্ট ইনস্টিটিউটের (এসইআই) করা গবেষণার ওপর ভিত্তি করে ‘জলবায়ু সমতা: ৯৯ শতাংশ নিবাসীর জন্য একটি গ্রহ’ শীর্ষক প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এতে ২০১৯ সাল পর্যন্ত ভিন্ন ভিন্ন আয়ের মানুষের ব্যক্তিগত ভোগজনিত কার্বন নিঃসরণের প্রবণতা পরীক্ষা করা হয়েছে। দুবাইয়ে অনুষ্ঠেয় বৈশ্বিক জলবায়ু সম্মেলন কপ২৮-এ যোগ দিতে বিশ্বনেতারা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখনই প্রতিবেদনটি প্রকাশ করা হলো। চলতি মাসের শেষের দিকে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দীর্ঘ মেয়াদে উষ্ণতা বৃদ্ধির হার ১ দশমিক ৫ শতাংশে সীমিত রাখতে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, তা অর্জিত হবে কিনা, তা নিয়ে এরই মধ্যে শঙ্কা তৈরি হয়েছে। সূত্র; সমকাল
শান্তি ফেরাতে চীনের দরজায় মধ্যপ্রাচ্য
চীন আরব ও মুসলিম দেশগুলোর বন্ধু ও ভাই : চীন পররাষ্ট্রমন্ত্রী
গাজায় যুদ্ধ বিরতির শেষ পদক্ষেপ হিসাবে প্রথমেই মধ্যপ্রাচ্যের শান্তির দূতখ্যাত চীনের দরজায় ছুটে গেছেন আরব বিশ্বের নেতারা। দ্রুত গাজা যুদ্ধ বন্ধের আর্জি নিয়ে সোমবার দুদিনের সফরে জড়ো হয়েছেন বেইজিংয়ে। বেইজিংয়ে পৌঁছেই এদিন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) প্রতিনিধিরা। চীনের সঙ্গে বৈঠক শেষে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বাকি স্থায়ী সদস্য দেশগুলোর সঙ্গেও বৈঠকের পরিকল্পনা রয়েছে আরব বিশ্বের এই প্রতিনিধি দলটির। গাজায় আÍরক্ষার দাবিতে ইসরাইল যে সামরিক অভিযান চালাচ্ছে সেটি প্রত্যাখ্যান করানোর জন্য পশ্চিমা শাসকদের ওপর চাপ বাড়াতেই এ সফর শুরু করেছেন নেতারা।বৈঠকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, ‘আসুন আমরা গাজার পরিস্থিতি দ্রুত শান্ত করতে এবং যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে শান্তি পুনরুদ্ধার করতে একযোগে কাজ করি।’ আরও বলেছেন, ‘আমাদের অবিলম্বে যুদ্ধ এবং হত্যাকাণ্ড বন্ধ করতে হবে। শিগগিরই গাজায় মানবিক তহবিল সরবরাহ করতে হবে।’ ফিলিস্তিনের প্রতি দৃঢ় সমর্থন ব্যক্ত করে ওয়াং উল্লেখ করেছেন, বেইজিং আরব এবং মুসলিম দেশগুলোর একটি ভালো বন্ধু ও ভাই। গাজার পরিস্থিতি বিশ্বের সব দেশকে প্রভাবিত করছে বলে মনে করছেন তিনি। সূত্র: যুগান্তর
বেইজিংয়ে বৈঠক: মানবিক বিপর্যয় ঠেকাতে এককাট্টা হতে হবে
ফিলিস্তিনের গাজায় তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা। গতকাল সোমবার আরব বিশ্বের নেতাদের একটি প্রতিনিধিদল চীনের বেইজিংয়ে সফরে গিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উইর সঙ্গে সাক্ষাৎ করে এই আহ্বান জানান। জবাবে চীনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, তা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে শিগগিরই পদক্ষেপ নিতে হবে। খবর দ্য গার্ডিয়ানের। আরব ও মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীদের চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই বলেন, ‘গাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং মধ্যপ্রাচ্যে যত শিগগির সম্ভব শান্তি ফিরিয়ে আনতে চলুন আমরা একসঙ্গে কাজ করি।’গাজা উপত্যকায় সহিংসতা বন্ধ এবং মানবিক সহায়তা প্রবেশের জন্য চাপ প্রয়োগের উদ্দেশ্যে গতকাল বেইজিং সফরে যান আরব ও মুসলিম বিশ্বের প্রতিনিধিদলটি। প্রতিনিধিদলে অন্যদের মধ্যে ছিলেন সৌদি আরব, জর্ডান, মিসর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) মহাসচিব। এই প্রতিনিধিদলের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্রের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাতের কথা ছিল। সূত্র: আজকের পত্রিকা।
ইসরায়েলে যাচ্ছেন আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট
আর্জেন্টিনার নবনির্বাচিত প্রেসিডেন্ট হ্যাভিয়ের মিলেই জানিয়েছেন, চলতি বছরের ১০ ডিসেম্বর দায়িত্ব গ্রহণের আগে তিনি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সফর করবেন। সোমবার ভোররাতে এক রেডিও সাক্ষাৎকারে হ্যাভিয়ের মিলেই এ কথা বলেন। আনাদোলু এজেন্সির এক খবরে বলা হয়েছে, তিনি প্রথমে যাবেন যুক্তরাষ্ট্র। সেখানে তিনি তার বন্ধুদের সঙ্গে দেখা করতে মিয়ামি ও নিউ ইয়র্ক ভ্রমণ করবেন। মিলেই বলেন, নিউইয়র্ক থেকে আমি ইসরায়েল যাব। আমরা এরই মধ্যে আর্জেন্টিনায় ইসরায়েলি রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছি। এর আগে আর্জেন্টিনার নির্বাচানে জয় লাভের জন্য হ্যাভিয়ার মিলেইকে অভিনন্দন জানান ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন। উভয় দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে এবং জেরুজালেমে আর্জেন্টিনা দূতাবাস উদ্বোধন করতে তাকে ইসরায়েল সফরের আমন্ত্রণ জানান তিনি। সূত্র: দেশ রুপান্তর
সশস্ত্র সংঘাতের আইন মেনে চলবে ইসরায়েল, প্রত্যাশা যুক্তরাষ্ট্রের
গাজায় হাজার হাজার নারী ও শিশুর মৃত্যুর পর যুক্তরাষ্ট্র আশা করে, আন্তর্জাতিক আইন মেনে চলবে তেল আবিব। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন আশা করে যে সশস্ত্র সংঘাতের আইন অনুসরণ করবে ইসরায়েল। গাজার বেসামরিক নাগরিকদের কথা বিবেচনায় রাখবে তারা। খবর আলজাজিরা।গতকাল (২০ নভেম্বর) সোমবার ইউক্রেন সফরকালে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন অস্টিন। তাকে জিজ্ঞাসা করা হয়, হামাসের বিরুদ্ধে আক্রমণে ইসরাইল যেভাবে যুক্তরাষ্ট্রের দেয়া অস্ত্র ব্যবহার করছে তা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা।জবাবে অস্টিন বলেন, সব সময় বলে আসছি যে আমাদের প্রত্যাশা হচ্ছে ইসরায়েলিরা সশস্ত্র সংঘাতের আইন অনুযায়ী ইসরায়েল কার্যক্রম পরিচালনা করবে। আরো জানান, ইসরায়েলকে ‘অবশ্যই বেসামরিক নাগরিকদের জন্য জবাবদিহি করতে হবে’ বলে তারা বরাবরই বলে এসেছে। সঙ্গে যোগ করেন, গাজার জনগণ যাতে মানবিক সহায়তা পেতে পারে সেই লক্ষ্যে ‘ইসরায়েলের যা কিছু করা উচিত তার সবকিছু করতে হবে’। সূত্র: বণিক বার্তা।
চিকিৎসার জন্য মিশরে আল-শিফার নবজাতকরা
গাজা সিটির আল-শিফা হাসপাতাল থেকে উদ্ধার ২৮টি ‘প্রিম্যাচিউর’ নবজাতককে চিকিৎসার জন্য সোমবার মিশরের নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি। বিবিসি অ্যারাবিকের প্রতিনিধি ইয়াসমিন শাহিন জানান, শিশুগুলোর মধ্যে যাদের অবস্থা খানিকটা ভালো তাদের আল-আরিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাজা সীমান্ত থেকে আল-আরিশের দূরত্ব ৪০ কিলোমিটারের মত। আর যে শিশুদের অবস্থা আশঙ্কাজনক তাদের চিকিৎসার জন্য আকাশ পথে কায়রো নিয়ে যাওয়া হয়েছে।ওই নবজাতকদের রোববার আল-শিফা হাসপাতাল থেকে উদ্ধার করে দক্ষিণ গাজার একটি হাসপাতালে রাখা হয়েছিল। যাতে সোমবার মিশর যাত্রার আগে তাদের অবস্থা খানিকটা স্থিতিশীল করে নেওয়া যায়।গত বুধবার থেকে গাজার সর্ববৃহৎ হাসপাতাল আল-শিফায় অভিযান শুরু করে ইসরায়েল। তারপর থেকে জ্বালানি, বিদ্যুৎ ও অক্সিজেনের অভাবে হাসপাতালটিতে চিকিৎসা কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়। সে সময় আল-শিফার এনআইসিইউতে প্রায় ৩৯টি ‘প্রিম্যাচিউর’ নবজাতকের ইউকিউবেটরে চিকিৎসা চলছিল। এনআইসিইউ অকার্যকর হয়ে যাওয়ায় কয়েদিন তাদের ইউকিউবেটর থেকে বাইরে রাখা হয়। সূত্র: বিডি নিউজ
ইসরায়েলি ‘মোসাদ’ যেভাবে ইরাক থেকে সোভিয়েত যুদ্ধবিমান ছিনতাই করে
মের আমেত যখন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান হলেন ১৯৬৩ সালের ২৫ শে মার্চ, তখন তিনি বেশ কয়েকজন ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তার সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করেছিলেন যে ইসরায়েলের সুরক্ষায় মোসাদের সবচেয়ে বড় অবদান কী হতে পারে? সকলেই বলেছিলেন যে তারা যদি কোনওভাবে সোভিয়েত ইউনিয়নের একটা মিগ -টুয়েন্টি ওয়ান বিমান ইসরায়েলে আনতে পারে তাহলে সেটা একটা দুর্দান্ত কাজ হবে।আসল কাহিনী অবশ্য শুরু হয় যখন এজার ওয়াইজম্যান ইসরায়েলি বিমান বাহিনীর প্রধান হন।তিনি প্রতি দু-তিন সপ্তাহে মের আমেতের সঙ্গে সকালের নাস্তা করতেন। সেরকমই এক বৈঠকে মের আমেত তাকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি মি. ওয়াইজম্যানের জন্য কী করতে পারেন।এক মুহুর্তও সময় নষ্ট না করে মি. ওয়াইজম্যান উত্তর দিয়েছিলেন, “আমি একটি মিগ-টুয়েন্টি ওয়ান চাই।“ সূত্র: বিবিসি বাংলা
গাজায় ঢুকেছে জ্বালানিবাহী ট্রাক, জানাল যুক্তরাষ্ট্র
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় জ্বালানি পাঠানো হয়েছে। এসব জ্বালানি গাজার হাসপাতালগুলোয় ব্যবহার করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তাবিষয়ক মুখপাত্র জন কিরবি গতকাল সোমবার সাংবাদিকদের বলেন, রাফাহ সীমান্ত ক্রসিং পেরিয়ে মিসর থেকে গাজায় ছয় ট্রাক জ্বালানি প্রবেশ করেছে। এসব ট্রাকে প্রায় ১৮ হাজার গ্যালন জ্বালানি রয়েছে। এই জ্বালানি গাজার হাসপাতালগুলোর জেনারেটর সচল রাখতে সহায়ক হবে।
সম্প্রতি ইসরায়েলের পক্ষ থেকে জানানো হয়, দেশটি গাজায় জ্বালানিবাহী ট্রাক প্রবেশের সুযোগ দেবে। তবে শর্ত হলো, এই জ্বালানি শুধু হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) মানবিক কাজ পরিচালনায় ব্যবহার করা যাবে। সূত্র: প্রথম আলো