নিউজিল্যান্ডের বিপক্ষে যেমন হতে পারে টাইগারদের একাদশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:২৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২৩

সংগৃহীত ছবি

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবার নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় দুপুর ১২টা ১০ মিনিটে শুরু হবে ম্যাচটি। বুধবার (২৭ ডিসেম্বর) নেপিয়ারের ম্যাকলিন পার্কে কিউইদের বিপক্ষে ফরম্যাট বদল হলেও ভালো কিছুই প্রত্যাশা করছে টিম বাংলাদেশ। তবে ম্যাচের আগে আলোচনায় কেমন হতে পারে টাইগারদের প্রথম টি-টোয়েন্টির একাদশ।

ধারণা করা হচ্ছে, তৃতীয় ও শেষ ওয়ানডে থেকে দুটি পরিবর্তন আসতে পারে প্রথম টি-টোয়েন্টিতে। সেক্ষেত্রে সৌম্য সরকারের সঙ্গে গোড়াপত্তন করতে পারেন লিটন দাস। তিনে নাজমুল হোসেন শান্ত, আর চারে খেলতে পারেন তাওহীদ হৃদয়।

এদিকে মিডল-অর্ডারে তরুণদের উপরেই আস্থা রাখতে হচ্ছে টিম টাইগার্সকে। সেক্ষেত্রে পাঁচে আফিফ হোসেন আর ছয়ে শামীম হোসেনকে দেখা যেতে পারে। আর যথারীতি ফিনিশারের ভূমিকায় থাকবেন মেহেদী হাসান মিরাজ।

আটে লেগ-স্পিনার রিশাদ হোসেন। তিন বিশেষজ্ঞ পেসার হিসেবে মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলামকে একাদশে দেখা যেতে পারে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম

Nagad