এআইইউবিতে ইনডোর গেমস ২০২৩ অনুষ্ঠিত
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) এর অফিস অব স্পোর্টসের উদ্যোগে ০৫ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এআইইউবি ইনডোর গেমস প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়।
এই উপলক্ষে গত ২০ ডিসেম্বর ২০২৩ ইং রোজ বুধবার এআইইউবি ইনডোর গেমস ২০২৩ প্রতিযোগিতার পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আব্দুর রহমান, এআইইউবির রেজিষ্ট্রার গ্রুপ ক্যাপ্টেন (অব.) ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, এআইইউবির প্রক্টর ড. মনজুর এইচ খান এবং অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের উপ-পরিচালক জনাব জিয়ারত হোসেন খান, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষার্থীরা। এই প্রতিযোগিতায় শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা এবং কর্মকর্তাসহ মোট ১৬৫৫ জন অংশগ্রহণ করেন।
সারাদিন. ২৭ ডিসেম্বর