যশোরে নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

যশোর সংবাদদাতা:যশোর সংবাদদাতা:
প্রকাশিত: ২:৩২ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৫

যশোর শহরের সার্কিট হাউজ পাড়ায় নির্মাণাধীন একটি ভবনের কার্নিশ ধসে দুই প্রকৌশলীসহ তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে “ইকবাল মঞ্জিল” এলাকায় ‘বিল্ডিং ফর ফিউচার’ নামে নির্মাণাধীন ভবনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিজানুর রহমান (৩৫) – প্রজেক্ট ইঞ্জিনিয়ার, কুষ্টিয়ার বাসিন্দা, আজিজুল ইসলাম – সাইট ইঞ্জিনিয়ার, দিনাজপুরের বাসিন্দা, নুরু (৪৫) – নির্মাণশ্রমিক, চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা।

তবে নিহতদের বিস্তারিত ঠিকানা এখনও জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শ্রমিকদের বরাতে জানা গেছে, তারা ভবনের ৫ম তলার পশ্চিম পাশের নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। এ সময় হঠাৎ করে নির্মাণাধীন কার্নিশ ভেঙে পড়ে গেলে তিনজন নিচে পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে মৃত ঘোষণা করেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।’

তদন্ত ও আইনি ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।

Nagad