আজকের দিনের আন্তর্জাতিক পর্যায়ের শীর্ষ ১০ খবর
হোয়াইট হাউসের বাইরের ফটকে গাড়ির ধাক্কা, চালক আটক
মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছ থেকে গতকাল সোমবার এক ব্যক্তিকে আটক করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস জানিয়েছে, আটক ব্যক্তি একজন গাড়িচালক। তিনি হোয়াইট হাউস কমপ্লেক্সের একটি বাইর ফটকে গাড়ি তুলে দিয়েছেন। ঘটনার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন শহরের বাইরে ছিলেন। এটি নিছক দুর্ঘটনা নাকি উদ্দেশ্যমূলক (হামলা চালানোর জন্য) ছিল, সে সম্পর্কে কিছু বলেননি নিরাপত্তা কর্মকর্তারা।মার্কিন সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিয়েলমি এক্সে বলেছেন, গতকাল সন্ধ্যা ছয়টার কিছু আগে হোয়াইট হাউস কমপ্লেক্সের বাইরের একটি ফটকে একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। ঘটনার পর গাড়ির চালককে হেফাজতে নেওয়া হয়। তাঁরা ঘটনাটি তদন্ত করছেন। সূত্র: প্রথম আলো


ভারত, চীন, রাশিয়াসহ বিভিন্ন দেশের অভিনন্দন ও শুভেচ্ছা
► হাসিনাকে নরেন্দ্র মোদির ফোন ►সম্পর্ক জোরদার করার বার্তা
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ জয় পাওয়ায় দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ভারত, চীন, রাশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশ। একই সঙ্গে দেশগুলো বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করার বার্তা দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি লিখেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি এবং সংসদ নির্বাচনে টানা চতুর্থ মেয়াদে ঐতিহাসিক জয়ের জন্য তাঁকে আমি অভিনন্দন জানিয়েছি। মোদি লিখেছেন, ‘সফলভাবে নির্বাচনের জন্য আমি বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানাই। বাংলাদেশের সঙ্গে আমাদের জনগণকেন্দ্রিক ও স্থায়ী অংশীদারি জোরদারে আমরা অঙ্গীকারবদ্ধ।’এর আগে গতকাল সকালে নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। ঢাকায় বিদেশি রাষ্ট্রদূতদের মধ্যে তিনিই সবার আগে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন ও অভিনন্দন জানান। সূত্র: কালের কণ্ঠ
ব্লিঙ্কেনের হুঁশিয়ারি
মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে যুদ্ধ
ইসরায়েল ও হামাসের যুদ্ধ মধ্যপ্রাচ্যের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলতে পারে বলে সতর্ক বার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, এটি এই অঞ্চলে গভীর উত্তেজনার মুহূর্ত। এটি এমন একটি সংঘাত, যা সহজেই মেটাস্টেসাইজ হতে পারে, যা আরও বেশি নিরাপত্তাহীনতা এবং আরও বেশি ভোগান্তির কারণ হতে পারে। কাতারে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এ মন্তব্য করেছেন।
ওই অঞ্চলজুড়ে বিস্তৃত একটি যুদ্ধের সম্ভাবনা এড়াতে কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন ব্লিঙ্কেন। এ উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যজুড়ে পাঁচ দিনের এক সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এই সফরের অংশ হিসেবে রবিবার তিনি জর্ডান ও কাতার সফর করেছেন। গতকাল তিনি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফর করেন।মার্কিন এই শীর্ষ কূটনীতিক বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের এবং সংকট নিরসনের প্রচেষ্টা ব্যর্থ হলে এর পরিণতি হবে ‘হিংস্রতার অন্তহীন চক্র যা এই অঞ্চলের মানুষের জন্য নিরাপত্তাহীনতা এবং সংঘাতের জীবন বয়ে আনবে।তিনি আরও মন্তব্য করেছেন, ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যেতে চাপ দেওয়া যাবে না এবং শর্তসাপেক্ষে তাদের বাড়ি ফিরতে দিতে হবে। ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসনের আহ্বান জানিয়ে কিছু ইসরায়েলি মন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটির নিন্দা জানিয়েছেন ব্লিঙ্কেন। গাজায় সাড়ে ৯ হাজারের বেশি শিশু নিহত : গাজায় বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত ২৪ ঘণ্টায় সেখানে অন্তত ৭৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯৯ জন। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: বিডি প্রতিদিন।
মিয়ানমার পরিস্থিতি
গির্জা ও স্কুলের পাশে জান্তার বোমাবর্ষণ ১৯ প্রাণহানি
মিয়ানমারে আবারও গ্রামের নিরীহ মানুষের ওপর বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এতে নিহত অন্তত ১৯ ও আহত হয়েছেন অন্তত ৩০ জন। গত রোববার সকালে এসব হামলার ঘটনা ঘটে। খবর ইরাবতির।পশ্চিমাঞ্চলীয় সাগাইং অঞ্চলের জাতিগত চিন গ্রামজুড়ে ১২৫ কেজি বোমা হামলা চালানো হয়। পৃথম দুটি গির্জার পাশে বোমা ফেলা হয়। ফলে সেখানে ৬ শিশুসহ ১৯ জন নিহত হন। গ্রামটিতে ২ হাজার মানুষের বসবাস। তবে দু’জন নাম প্রকাশে অনিচ্ছুক প্রত্যক্ষদর্শী বলেছেন, মোট ১৯ জন নিহত হলেও এর মধ্যে অন্তত ৮ শিশু। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম বোমাটি গ্রামের দুটি গির্জাকে লক্ষ্য করে এবং দ্বিতীয় হামলা হয় যখন লোকজন ভবন থেকে পালিয়ে যান। তাদের বেশির ভাগই গির্জা এলাকার বাইরে নিহত হয়েছেন। কারণ তারা পালানোর জন্য দৌড়াচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্যমতে, বিমান থেকে মোট ছয়টি বোমা ফেলা হয়েছে। তারা গির্জা লক্ষ্য করে দুটি বোমা হামলা চালায়। আরেকটি বোমা স্থানীয় কমিউনিটির স্কুলের কাছে নিক্ষেপ করা হয়েছে। সূত্র: সমকাল
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর শঙ্কা
মধ্যপ্রাচ্যে ছড়াতে পারে গাজা যুদ্ধ
লেবাননকে গাজায় রূপান্তরের হুঁশিয়ারি ইসরাইলি মন্ত্রীর
গাজা-ইসরাইল যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যেই। এমন শঙ্কাই প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। রোববার রাতে কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে এ উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, ‘চলমান সময় এই অঞ্চলে গভীর চিন্তার একটি বিষয়। এটি এমন একটি সংঘাত যা সহজেই ছড়িয়ে পড়তে পারে। ফলে বিষয়টি আরও বেশি নিরাপত্তাহীনতা এবং আরও বেশি দুর্ভোগের কারণ হতে পারে।’ এ সময় ফিলিস্তিনিদের নিজ নিজ ঘরে ফেরা নিয়েও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ‘তাদের (ফিলিস্তিনিদের) কোনোভাবেই গাজা ছাড়তে বাধ্য করা যাবে না। পরিস্থিতি অনুকূলে আসামাত্রই যত দ্রুত সম্ভব তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত।’ এএফপি। সাংবাদিকদের উদ্দেশে ব্লিঙ্কেন বলেন, গাজায় বেসামরিকদের প্রাণহানি ঠেকাতে ইসরাইলকে তিনি আরও বেশি সতর্ক হতে বলবেন। গাজায় ইসরাইলি হামলার পর থেকে এখন পর্যন্ত পাঁচবার মধ্যপ্রাচ্যে ভ্রমণ করেছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কূটনৈতিক আলোচনা করছেন। তুরস্ক, জর্ডান শেষে এদিন কাতার পৌঁছান তিনি। সেখান থেকে সোজা সৌদি আরব। বাংলাদেশ সময় রাত ৮ টায় মদিনার আল উলা বিমানবন্দরে অবতরন করে ব্লিঙ্কেনকে বহনকারী বিমান। হামাস-ইসরাইল ইস্যুতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাতেই এই ঝটিকা সফর ব্লিংকেনর। দেখতে দেখতে ৪ মাসে গড়িয়েছে গাজা যুদ্ধ। ইসরাইলি আক্রমণে প্রতিদিনই ঝরছে নিরীহ বেসামরিকদের প্রাণ। ধ্বংসাত্মক হামলার ভয়াবহতা নিয়ে প্রতিনিয়তই নতুন নতুন তথ্য সামনে আসছে। কেন্দ্রীয় দেইর-আল-বালাহ শহরের আল আকসা হাসপাতালের ৬০০ রোগী এবং স্বাস্থ্যকর্মীর কোনো হদিসই পাওয়া যাচ্ছে না। সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এদিকে হিজবুল্লার সঙ্গে চলমান অস্থিরতায় লেবাননকে গাজায় পরিণত করার হুমকি দিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট। সূত্র: যুগান্তর
ব্রাজিলে পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ, নিহত ২৫
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে ট্রাকের সঙ্গে একটি পর্যটকবাহী বাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে রাতের আঁধারে এই দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা ঘটে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে, ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাহিয়ায় ট্রাকের সাথে উপকূলীয় অঞ্চলে ভ্রমণে আসা পর্যটকদের বহনকারী একটি মিনিবাসের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত এবং আরও ছয়জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে। সূত্র: দেশ রুপান্তর
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নৌ কর্মকর্তার কারাদণ্ড
চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তাকে দুই বছরেরও বেশি সময়ের কারাদণ্ড দেওয়া হয়েছে। ওয়েনং জাও (২৬) নামে ওই নৌ কর্মকর্তা গুপ্তচরবৃত্তির অভিযোগ স্বীকার করেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। জাওয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি চীনকে যুক্তরাষ্ট্রের স্পর্শকাতর সামরিক তথ্য পাঠিয়েছেন। ওয়েনং জাও যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া নৌ-ঘাঁটিতে কর্মরত ছিলেন। গত বছরের অক্টোবরে তাঁকে চীনের কাছ থেকে অর্থের বিনিময়ে স্পর্শকাতর সামরিক তথ্য পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। মার্কিন সশস্ত্রবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ে জাও চীনের কাছে মার্কিন সশস্ত্রবাহিনীর বিভিন্ন মহড়ার খবর ও গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামোর তথ্য পাচার করেছেন। আরও নির্দিষ্ট করে বলতে গেলে, জাও ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন নৌবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার তথ্য চীনের কাছে পাচার করেছেন। এ ছাড়া, জাপানের ওকিনাওয়া দ্বীপে অবস্থিত মার্কিন সেনাঘাঁটির রাডার সিস্টেমের ইলেকট্রিক ডায়াগ্রাম ও ব্লুপ্রিন্ট পাঠিয়েছেন। সূত্র: আজকের পত্রিকা।
ভারত এবং মালদ্বীপের মধ্যে কূটনৈতিক সংঘাতের সূত্রপাত হল যেভাবে
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফরের ছবিতে মালদ্বীপের মন্ত্রী মরিয়াম শিউনা এবং অন্যান্য নেতাদের আপত্তিজনক মন্তব্যকে ঘিরে কূটনৈতিক উত্তেজনা ও সংঘাতের পারদ ঊর্ধ্বমুখী।
গত বছর ক্ষমতায় আসার পর রাষ্ট্রপতি মুহম্মদ মুইজ্জু ভারতীয় সেনাকে দেশ ছেড়ে চলে যেতে বলার বিষয়টিকে ঘিরে তরজা অব্যাহতত ছিল। মি মুইজ্জু রাষ্ট্রপতি হওয়ার পর দুই দেশের সম্পর্কের ক্রমাগত অবনতি হয়েছে। তারপর মালদ্বীপ সরকারের মন্ত্রী মরিয়ম শিউনা-সহ আরও দু’জনের মন্তব্য দুই দেশের সম্পর্কের প্রেক্ষিতে একটা বড় ধাক্কা বলেই মনে করা হচ্ছে। ওই আপত্তিকর পোস্ট নিয়ে বিতর্ক সৃষ্টি হওয়ার পর সোমবার (৮ই জানুয়ারি) ভারত মালদ্বীপের হাই কমিশনারকে তলব করেছে। সেখানে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিজেদের অবস্থানের কথা স্পষ্ট ভাবে জানিয়েছে বলে জানা গিয়েছে। সূত্র: বিবিসি বাংলা।
ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর এক শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। নিহত ওই শীর্ষ কমান্ডারের নাম বিশাম আল-তাবিল। তিনি জাওয়াদ নামেও পরিচিত ছিলেন, যিনি এলিট রাদওয়ান ফোর্সের একটি ইউনিটের ডেপুটি প্রধান। খবর আল জাজিরার। নাম প্রকাশ না করা নিরাপত্তা সূত্র বার্তাসংস্থাগুলোকে বলেছে, লেবাননের মাজদাল সেলেম গ্রামে একটি গাড়ি বিমান হামলার শিকার হলে বিশামসহ হিজবুল্লাহর এক যোদ্ধা নিহত হন।সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের ইসরায়েল সফরের মধ্যেই এ হামলার ঘটনা ঘটল। ক্রমবর্ধমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর যুদ্ধের হুমকি শান্ত করার প্রয়াসেই তার এ সফর।হিজবুল্লাহ নেতা হাসান নাসারাল্লাহ গেল সপ্তাহে দুই টিভি ভাষণে ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু না করার জন্য সতর্ক করেন। তিনি বলেন, কেউ যদি আমাদের সঙ্গে যুদ্ধের কথা ভাবে… সে আফসোস করবে। সূত্র: বাংলানিউজ
মাঝ আকাশে বিস্ফোরণের শব্দ, এয়ার ইন্ডিয়ার জরুরি অবতরণ
মাঝ আকাশে বিস্ফোরণের শব্দ শোনার পর ভুবনেশ্বরগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। গতকাল সোমবার (৮ জানুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কলকাতা-ভুবনেশ্বর-বেঙ্গালুরু আই৫ ১৫৬৩ ফ্লাইটটি নির্ধারিত সময় থেকে ৪০ মিনিট দেরি করে বিকাল ৫টা ১০ মিনিটে দমদম বিমানবন্দর থেকে টেকঅফ করে। এর প্রায় আধঘণ্টা পর যাত্রীরা বিস্ফোরণের শব্দ শুনতে পান।পরে এক যাত্রী বলেন, হঠাৎ করেই কিছু একটা ফেটে যাওয়ার মতো বিস্ফোরণের আওয়াজ শুনতে পাই। এরপর উড়োজাহাজ টার্বুলেন্সের মধ্যে পড়ে। সেই সময় বিমানকর্মী খাবার পরিবেশন করছিলেন। তবে ঘটনার পর দ্রুত তিনি নিজের আসনে ফিরে সিটবেল্ট লাগিয়ে নেন। সূত্র: বণিক বার্তা।