অগ্রপথিক মুক্ত স্কাউট দলের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন
চট্টগ্রাম জেলা রোভারের ঐতিহ্যবাহী রোভার দল অগ্রপথিক মুক্ত স্কাউট গ্রুপের বার্ষিক তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প গত ১৯-২০ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়স্থ জোবরা পশ্চিম পট্টি এন্ড কলেজে সম্পন্ন হয়েছে।
অগ্রপথিক মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক এস, এম, হাবিব উল্লাহ’র সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় রোভার স্কাউট লিডার প্রতিনিধি প্রফেসর মোঃ ফজলুল কাদের চৌধুরী এএলটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের কমিশনার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দীন।


বিশেষ স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা রোভারের সম্পাদক এ.জেড.এম বোরহান উদ্দীন এএলটি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম জেলা রোভারের কোষাধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান এলটি, সহকারী কমিশনার এস এম আফজর রহমান এলটি, সহযোজিত সদস্য খালেদুর রহমান, বি, ইউ, এম, এমরান চৌধুরী, আরএসএল জেবুন নাহার বেগম, উপজেলা স্কাউট লিডার মোঃ ইমরান হোসাইন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নব দীক্ষিত রোভার স্কাউটদের মাঝে অতিথিবৃন্দ ব্যাজ ও সার্টিফিকেট প্রদান করেন।