বর্তমান ইউপি চেয়ারম্যানের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত
পিরোজপুরের নেছারাবাদে আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিঠুন হালদারের হামলায় সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার (৫০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে নেছারাবাদ উপজেলার কুড়িয়ানা বাজারে এ ঘটনা ঘটে।
নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।


কুড়িয়ানা বাজারের প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী সজল সিকদার বলেন, সিকদার স্থানীয় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদারের লোকজন এসে শেখর কুমার সিকদারের কাছে ৫ লাখ টাকা চান। তিনি টাকা দিতে অস্বীকার করলে সংঘর্ষের সৃষ্টি হয়। এরপর তারা শেখর শিকদারকে এলোপাতাড়ি পিটাতে থাকলে একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার জানান, তিনি শেখর কুমার সিকদারের কাছে পাঁচ লাখ টাকা পেতেন। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে সেই টাকা চাইতে যান। এতে একটু কথা কাটাকাটি হয়। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে তা তিনি জানেন না।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. শাহিন আহমেদ জানান, হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়েছে। নিহতের কোনো কার্ডিয়াক সমস্যা পাওয়া যায়নি। তার হাতে সামান্য আঘাতের চিহ্ন দেখা গেছে।
নেছারাবাদ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (নেছারাবাদ সার্কেল) সাবিহা মেহবুবা বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে শেখর কুমার সিকদার নামের একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।