আসামী ধরতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পুলিশ কর্মকর্তার মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামে আসামী ধরতে যেয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে ওবায়দুর রহমান (৩৫) নামে পুলিশের এক সহকারি উপ-পরিদর্শক মৃত্যুবরণ করেছেন। শনিবার (৬ জুলাই) রাত ৯ টার দিকে সদর হাসপাতালের জরুরি বিভাগে তিনি মারা যান।
ওবায়দুর রহমানের বাড়ী চুয়াডাঙ্গা সদর উপজেলার নুর নগর গ্রামে । তিনি মৃত আজগর আলীর ছেলে। তিনি সদর থানার বেতাই-চণ্ডীপুর ক্যাম্পে কর্মরত ছিলেন।


ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া এ প্রসঙ্গে বলেন, শনিবার সন্ধ্যার আগে গ্রেপ্তারি পরোয়ানা ভুক্ত এক আসামিকে ধরতে ক্যাম্প থেকে গান্না গ্রামে যান ওবায়দুর। সেখানে তিনি অসুস্থবোধ করলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। কিছুক্ষণ পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।