‘বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করতেই ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা’

নিজস্ব প্রতিবেদক;নিজস্ব প্রতিবেদক;
প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৪

বিএনপি-জামায়াতের কর্মীরা দেশের কেন্দ্রীয় ডাটা সেন্টার জ্বালিয়ে দিয়েছে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেছেন, শিক্ষার্থীদের কোটা আন্দোলন থেকে সুবিধা নেওয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবে সারা বিশ্ব থেকে দেশকে বিচ্ছিন্ন করতেই তারা (বিএনপি-জামায়াত) এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে।

মঙ্গলবার (২৩ জুলাই) আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের ব্রিফ করার পর তিনি এই মন্তব্য করেন। এসময় জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন ও শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরীও উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মোহাম্মদ আলী আরাফাত বলেন, ‘ইন্টারনেট না থাকায়, আমরা সমস্যায় পড়েছি। আমরা দেশের বাইরে কোথাও যোগাযোগ করতে পারছি না। এ অবস্থা বিদেশে তাদের গুজব সিন্ডিকেটকে গুজব প্রচারণাকে জোরদার করতে সহায়তা করবে। ’

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, বিএনপি-জামায়াত চক্র জানতো যে, তারা তাদের পরিকল্পনা অনুযায়ী সারা দেশে ইন্টারনেট ব্যবস্থাকে ব্যাহত করতে পারলে, বিদেশে অপতথ্য পাঠানো সম্ভব হবে, যা বিশ্ব গণমাধ্যমের প্রতিবেদনে প্রতিফলিত হবে এবং একপাক্ষিক মিথ্যা তথ্য পৌঁছে দেবে। তবে আন্তর্জাতিক গণমাধ্যমে সন্ত্রাসীদের চালানো হামলার খবর প্রকাশ করা হয়নি, সরকার শিক্ষার্থীদের কোটা সংস্কার দাবির আন্দোলন শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেছে, যা ইতোমধ্যে শান্তিপূর্ণভাবে সমাধান করা হয়েছে।

বিশ্বের কাছে অপতথ্যের বিরুদ্ধে সত্য তথ্য তুলে ধরার জন্য বাংলাদেশি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ আলী আরাফাত বলেন, সরকার ইন্টারনেট চালু করার চেষ্টা করছে। আপনাদের বিশ্বকে জানানো উচিত বাস্তবিক পক্ষে বাংলাদেশে কী ঘটেছে।

Nagad