জবি শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিলেন উপদেষ্টা নাহিদ

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২৪

সংগৃহীত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ৫ দফা দাবি তিন দিনের মধ্যে পূরণের প্রতিশ্রুতি দিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

তিনি বলেন, “জবি শিক্ষার্থীদের হল ও দ্বিতীয় ক্যাম্পাসের দাবিগুলো যৌক্তিক, এবং আমি তাদের সঙ্গে একমত। আমরা তিন দিনের মধ্যে নতুন ক্যাম্পাস সেনাবাহিনীর কাছে হস্তান্তরের কাজ শুরু করব।” এ সময় তিনি সচিবালয়ে শিক্ষার্থীদের প্রতি অশোভন আচরণের জন্য ক্ষমা চাওয়ারও আশ্বাস দেন।

সোমবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি এই প্রতিশ্রুতি দেন।

শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা তিন কর্মদিবস সময় দিচ্ছি, এবং আজই হিট প্রজেক্টের চূড়ান্ত সিদ্ধান্ত চাই।”

শিক্ষার্থীদের ৫ দফা দাবির মধ্যে আছে: দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, পুরাতন ক্যাম্পাস চুক্তি বাতিল, জমি অধিগ্রহণ, জবির বাজেট বরাদ্দ বৃদ্ধি, এবং পাইলট প্রকল্পে অন্তর্ভুক্তি।

Nagad