ওয়েনাড় উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী
কেরালার ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিপুল ভোটে এগিয়ে আছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী সাথায়ন মোকারির চেয়ে ৪ লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রিয়াঙ্কা ৬ লাখ ১০ হাজার ভোট পেয়েছেন, যেখানে সাথায়ন মোকারি পেয়েছেন মাত্র ২ লাখ ৬ হাজার ভোট।


এই বিশাল ব্যবধানে জয়ের পথে থাকা প্রিয়াঙ্কা তার ভাই রাহুল গান্ধীর আগের রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছেন। চলতি বছরের শুরুর দিকে রাহুল গান্ধী একই আসনে ৩ লাখ ৬৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন।
রাহুল গান্ধী ওয়েনাড় ও রায়বেরেলি আসনে লড়াই করে পরবর্তীতে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন। তিনি তখন বোন প্রিয়াঙ্কাকে প্রার্থী ঘোষণা করেন এবং জানান, এই আসন দুজনেই একসঙ্গে দেখাশোনা করবেন।