ওয়েনাড় উপনির্বাচনে বিপুল ভোটে এগিয়ে প্রিয়াঙ্কা গান্ধী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:১৫ অপরাহ্ণ, নভেম্বর ২৩, ২০২৪

কেরালার ওয়েনাড় লোকসভা উপনির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী বঢরা বিপুল ভোটে এগিয়ে আছেন। তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই প্রার্থী সাথায়ন মোকারির চেয়ে ৪ লাখেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রিয়াঙ্কা ৬ লাখ ১০ হাজার ভোট পেয়েছেন, যেখানে সাথায়ন মোকারি পেয়েছেন মাত্র ২ লাখ ৬ হাজার ভোট।

এই বিশাল ব্যবধানে জয়ের পথে থাকা প্রিয়াঙ্কা তার ভাই রাহুল গান্ধীর আগের রেকর্ডকেও ছাড়িয়ে যাচ্ছেন। চলতি বছরের শুরুর দিকে রাহুল গান্ধী একই আসনে ৩ লাখ ৬৫ হাজার ভোটের ব্যবধানে জিতেছিলেন।

রাহুল গান্ধী ওয়েনাড় ও রায়বেরেলি আসনে লড়াই করে পরবর্তীতে ওয়েনাড় আসনটি ছেড়ে দেন। তিনি তখন বোন প্রিয়াঙ্কাকে প্রার্থী ঘোষণা করেন এবং জানান, এই আসন দুজনেই একসঙ্গে দেখাশোনা করবেন।