যুক্তরাজ্যে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক আকবর হোসেন

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২৪

বিবিসি বাংলার সিনিয়র সাংবাদিক আকবর হোসেন মজুমদারকে যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

রবিবার (২৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, আকবর হোসেন মজুমদার যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অন্য কোনো পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তিনি এ পদে যোগ দেবেন। তার নিয়োগের শর্তাবলি চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

জনস্বার্থে এ আদেশ কার্যকর করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।