ঝিনাইদহে আ. লীগের দুই সাবেক সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন
ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি পৃথক মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন।
রোববার (২৪ নভেম্বর) ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. এমরান হোসেন চৌধুরী তাদের এই জামিন মঞ্জুর করেন। নায়েব আলী জোয়ারদারকে ৭ দিনের এবং তাহজীব আলম সিদ্দিকীকে ২০ দিনের জন্য জামিন দেওয়া হয়েছে।


পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মশিউর রহমান জানান, দুই আসামির শারীরিক অসুস্থতার বিষয়টি আদালতে তুলে ধরা হলে জামিন মঞ্জুর করা হয়। তবে জামিন নির্দিষ্ট সময়ের জন্য দেওয়া হয়েছে।
নায়েব আলী জোয়ারদারকে ১২ সেপ্টেম্বর ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের বাড়ি ও জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার করা হয়। তিনি ২০১৭ সালে ঝিনাইদহ-১ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
অন্যদিকে, তাহজীব আলম সিদ্দিকী ৬ অক্টোবর সাভারের নবীনগর এলাকা থেকে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে ২০১৩ সালে জামায়াত নেতা আব্দুস সালাম হত্যা, বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ এবং বিএনপি কার্যালয় পুড়িয়ে দেওয়ার অভিযোগে তিনটি মামলা রয়েছে।
আদালত আগামী ১ ডিসেম্বর পর্যন্ত তাদের জামিনের আদেশ দিয়েছেন।