আজ কনসার্ট, টোল ছাড়াই ৯ ঘণ্টা এক্সপ্রেসওয়ে ব্যবহারের সুযোগ
‘স্পিরিট অব জুলাই কনসার্ট’ উপলক্ষে আর্মি স্টেডিয়ন এলাকার যানজট এড়াতে আজ দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী র্যাম্প দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ছাড়াই ব্যবহার করতে পারবেন সাধারণ জনগণ।
শনিবার (২১ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুষ্ঠানের সময় যানজট এড়ানো এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করার লক্ষ্যে দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোলমুক্ত এক্সপ্রেসওয়ে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে ডিএমপি জনগণের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে, যাতে অনুষ্ঠান চলাকালীন ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর থাকে এবং ভ্রমণকারীরা নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারেন।