বিয়ে নিয়ে মুখ খুললেন তাহসান, রোজার সঙ্গে প্রকাশিত ছবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৬:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৫

তাহসান খান অবশেষে বিয়ে নিয়ে মুখ খুলেছেন। আজ শনিবার (৪ জানুয়ারি) ফেসবুকে রোজা আহমেদের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন তিনি, এবং সঙ্গে যোগ করেছেন নিজের গানের কয়েকটি লাইন।

তাহসান তার পোস্টে লিখেছেন, ‘কোনো এক ছুটির দিনে যখন আমি পিয়ানোতে, আমার সুরে নাচের মুদ্রায়, সেই তুমি কে? যার ছন্দের মুগ্ধতায় কেটে যাবে বাকিটা জীবন, ধোঁয়া ওঠা চায়ের কাপে, সেই তুমি কে?’ তবে বিস্তারিত কিছু না বললেও, বধূ সাজে রোজার সঙ্গে ছবিটি প্রকাশ করে তিনি যেন বিয়ের খবর নিশ্চিত করেছেন। ঘনিষ্ঠ সূত্রের দাবি, তারা ঘরোয়া আয়োজনে গায়েহলুদ ও বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেছেন।

রোজা আহমেদ নিউইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর পড়াশোনা করেছেন এবং বর্তমানে একজন সফল উদ্যোক্তা। তিনি নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ প্রতিষ্ঠা করেছেন এবং ১০ বছরের বেশি সময় ধরে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন।

তাহসান খান ও অভিনেত্রী মিথিলার সম্পর্ক ২০০৬ সালের ৭ আগস্ট শুরু হয়। ২০১৩ সালে তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় একমাত্র কন্যা, আইরা তাহরিম খান। ২০১৭ সালের অক্টোবর মাসে তাহসান ও মিথিলা তাদের বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।