যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়: ৬ কোটি মানুষ বিপর্যস্ত, সাত রাজ্যে জরুরি অবস্থা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ শীতকালীন ঝড়ের আঘাতে ৩০টিরও বেশি অঙ্গরাজ্যে প্রায় ৬ কোটির বেশি মানুষ তীব্র শীতে বিপর্যস্ত। কেনটাকি, মিসৌরি, কানসাসসহ সাতটি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) শুরু হওয়া এই ঝড় আর্কটিক অঞ্চলের মেরু ঘূর্ণিঝড়ের প্রভাবে যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে তীব্র ঠান্ডা ও ভারী তুষারপাতের সৃষ্টি করেছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, ঝড়টি গত এক দশকের মধ্যে অন্যতম শীতল এবং বিপজ্জনক পরিস্থিতি তৈরি করেছে।

তুষারপাত ও তাপমাত্রা: দক্ষিণ ওহাইও থেকে ওয়াশিংটন পর্যন্ত ছয় থেকে ১২ ইঞ্চি (১৫-৩০ সেমি) তুষারপাতের পূর্বাভাস।
পরিবহন ব্যবস্থা ভেঙে পড়া: ঝড়ের কারণে রাস্তাঘাট তুষারে ঢেকে গেছে, ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয়েছে।
স্কুল বন্ধ: ইন্ডিয়ানাপলিস, সিনসিনাটি, ওয়াশিংটন এবং ফিলাডেলফিয়ার মতো শহরের শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

কানসাস ও মিসৌরিতে বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কায় বাসিন্দাদের ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, ঝড়টি সোমবার রাতে উপকূল এলাকা থেকে সরে যাবে। তবে সোমবার ও মঙ্গলবার দিনের বেলা তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ১০-২০ ডিগ্রি ফারেনহাইট কম থাকতে পারে।

এই চরম আবহাওয়ার ফলে যুক্তরাষ্ট্রজুড়ে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। কর্মকর্তারা বাসিন্দাদের সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন।

Nagad