ভারতের সর্বোচ্চ আয়ের সিনেমা ‘পুষ্পা ২’, শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে যেসব ছবি

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ৬, ২০২৫

দক্ষিণ ভারতের সুপারস্টার আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা : দ্য রুল’ নতুন রেকর্ড গড়ে ভারতের সর্বোচ্চ আয় করা সিনেমা হিসেবে শীর্ষস্থানে উঠে এসেছে। সুকুমার পরিচালিত ছবিটি ভারতের বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে ১৩৪৯ কোটি রুপি। এর মাধ্যমে ‘বাহুবলী ২’-এর ১৩৪৭ কোটি রুপির রেকর্ড ভেঙে দিয়েছে ‘পুষ্পা ২’।

ভারতের বক্স অফিসে শীর্ষ পাঁচ সিনেমা:

পুষ্পা ২: দ্য রুল – আয় ১৩৪৯ কোটি রুপি
বাহুবলী ২: দ্য কনক্লুশন – আয় ১৩৪৭ কোটি রুপি
কেজিএফ চ্যাপ্টার ২ – আয় ৯৮৭ কোটি রুপি
আরআরআর – আয় ৮৯৪ কোটি রুপি
জাওয়ান – আয় ৭৫৪ কোটি রুপি
মুক্তির পর থেকেই রেকর্ড গড়া

গত ৫ ডিসেম্বর মুক্তির পর থেকে ভারতের বক্স অফিসে ঝড় তুলেছে ‘পুষ্পা ২’। মাত্র এক মাসেই ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ১৭০০ কোটি রুপি। বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, চলতি সপ্তাহেই এটি ১৪০০ কোটি রুপি ছাড়িয়ে নতুন ইতিহাস গড়বে।

ভারতীয় সিনেমার আয়ের ইতিহাস
ভারতের প্রথম সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল ১৯৪৩ সালের ‘কিসমেত’, যা ১ কোটি রুপি আয় করে আলোড়ন সৃষ্টি করেছিল। এরপর ১৯৫৭ সালে ‘মাদার ইন্ডিয়া’ ১০ কোটি রুপি, ১৯৬০ সালে ‘মুঘল-ই-আজম’ ১৫ কোটি রুপি, ১৯৭৫ সালে ‘শোলে’ ৬০ কোটি রুপি আয় করে নতুন মাইলফলক সৃষ্টি করেছিল।

২০১৭ সালে ‘বাহুবলী ২’ প্রথম ভারতীয় সিনেমা হিসেবে ১ হাজার কোটি রুপি আয়ের ক্লাবে প্রবেশ করে। সাত বছর পর সেই রেকর্ড ভেঙে নতুন রাজত্ব কায়েম করল ‘পুষ্পা ২’।

Nagad

বিশ্বজুড়ে ভারতীয় সিনেমার জয়যাত্রায় নতুন অধ্যায়ের সূচনা করেছে ‘পুষ্পা ২: দ্য রুল’, যা ইতোমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে এবং অপ্রতিদ্বন্দ্বী হিসেবে শীর্ষে অবস্থান করছে।