দুর্গাপুরে দুর্বৃত্তদের হামলায় এসআই শফিকুল নিহত

নেত্রকোনা সংবাদদাতা:নেত্রকোনা সংবাদদাতা:
প্রকাশিত: ১:৩৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৫

নিহত এসআই শফিকুল ইসলাম। ছবি-সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের হামলায় নিহত হয়েছেন শফিকুল ইসলাম নামে পুলিশের এক সাব-ইন্সপেক্টর (এসআই)। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরশহরের উকিলপাড়া এলাকার পান মহলে এই হামলার শিকার হন তিনি।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ছুটিতে বাড়ি এসেছিলেন এসআই শফিকুল
এসআই শফিকুল ইসলামের বাড়ি দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে। তিনি জামালপুর পুলিশ লাইন্সে কর্মরত ছিলেন এবং ছুটিতে গ্রামের বাড়িতে এসেছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় বাজার করতে বের হলে কয়েকজন দুর্বৃত্ত তাকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

ময়মনসিংহ মেডিকেলে মৃত্যু, তদন্তে পুলিশের তৎপরতা
দুর্গাপুর থানার ওসি বাচ্চু মিয়া জানান, হামলার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। অপরাধীদের শনাক্ত ও গ্রেফতারে এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারহানা বলেন, ধারালো অস্ত্রের আঘাতে শফিকুলের ডান পায়ের কবজির নিচ বিচ্ছিন্ন হয়ে রক্তক্ষরণ শুরু হয়। শরীরের বিভিন্ন অংশেও গুরুতর জখম হয়। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহে পাঠানো হয়েছিল।

Nagad

ঘটনার তদন্ত ও অপরাধীদের গ্রেফতারে কাজ চালাচ্ছে পুলিশ।