সাব্বিরের ৯ ছক্কা বিফলে, শামীমের ঝড়ে ঢাকার টানা ৫ ম্যাচে হার
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিটাগং কিংসের বিপক্ষে দারুণ ইনিংস খেলেও দলকে জেতাতে ব্যর্থ হলেন সাব্বির রহমান। ৯টি ছক্কার সাহায্যে ৩৩ বলে অপরাজিত ৮২ রান করে ঢাকা ক্যাপিটালসকে ১৭৭ রানের লড়াকু পুঁজি এনে দিলেও শামীম হোসেন পাটোয়ারির ঝোড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটের ব্যবধানে হেরে যায় ঢাকা।
১৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে চিটাগংয়ের ওপেনার উসমান খান ও পারভেজ হোসেন ইমনের ঝোড়ো শুরুতেই সহজ হয় জয়ের পথ। পাওয়ার প্লেতে ৫৫ রানের জুটি গড়ে তোলার পর উসমানের ৫০ রানের ইনিংস ও শামীমের ১৪ বলে অপরাজিত ৩০ রান দলকে সহজ জয়ে পৌঁছে দেয়।


এর আগে সাব্বিরের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ ৯ ওভারে ১১০ রান তুলে ৫ উইকেটে ১৭৭ রানে থামে ঢাকা। তবে দলের টানা পাঁচ ম্যাচের হার কাটাতে পারল না সাব্বিরের দানবীয় ইনিংস।
সাব্বির রহমানের বিধ্বংসী ইনিংসও ঢাকার পরাজয় ঠেকাতে পারেনি। শামীম হোসেন পাটোয়ারির ১৪ বলে অপরাজিত ৩০ রানের ঝড়ো ইনিংসে চিটাগং কিংস ৭ উইকেটে ম্যাচ জিতে নেয়।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চিটাগংয়ের দুই ওপেনার উসমান খান ও পারভেজ হোসেন ইমন জয়ের ভিত তৈরি করেন। পরে গ্রাহাম ক্লার্ক ও শামীমের ব্যাটিংয়ে সহজ জয় পায় দলটি।
এর আগে সাব্বির রহমান মাত্র ২২ বলে ফিফটি করে ৯ ছক্কা ও ৩ চারে ৩৩ বলে অপরাজিত ৮২ রান করেন। তবে চিটাগংয়ের পেসার খালেদ হাসান ও স্পিনার আলিস আল ইসলামের দারুণ বোলিং ঢাকার ইনিংস নিয়ন্ত্রণে রাখে।