চ্যাম্পিয়নস লিগ: আজ ফাইনাল নিয়ে ‘যুদ্ধ’ বার্সা-ইন্টারের

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:৪৩ অপরাহ্ণ, মে ৬, ২০২৫

প্রথম লেগে ৬ গোলের রুদ্ধশ্বাস এক থ্রিলার উপহার দিয়েছিল বার্সেলোনা ও ইন্টার মিলান। ফের মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় জায়ান্ট—এবার ইন্টারের ঘরের মাঠ সান সিরোতে। প্রথম লেগে ড্র করার পর বার্সেলোনা এবার কি পারবে ইন্টারের বাধা টপকে ফাইনালে উঠতে?

ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ মর্যাদার আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগ আজ মঙ্গলবার(৬ মে) রাত ১টায় মাঠে গড়াবে (বাংলাদেশ সময়)।

স্পেনের ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচটি হয়ে উঠেছিল গোলবন্যায় ভরা এক রোমাঞ্চ। শুরুতে ইন্টার এগিয়ে গেলেও বার্সা দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটি ৩-৩ গোলে ড্র করে। তাই দ্বিতীয় লেগে সরাসরি ফাইনালে ওঠার টিকিট পেতে হলে জয় পেতে হবে যে কোনো এক দলকে।

প্রথম লেগের আগে কিছুটা ছন্দহীন ছিল ইন্টার। সিরি আ-তে পয়েন্ট খুইয়েছিল, কোপা ইতালিয়া থেকেও ছিটকে পড়েছিল। তবে বার্সার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর হেলাস ভেরোনার বিপক্ষে ১-০ গোলের জয় তাদের আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে।

সিমোনে ইনজাগির শিষ্যরা এবার নিজেদের দুর্গ সান সিরোতে বার্সেলোনাকে চমকে দিতে প্রস্তুত। লক্ষ্য একটাই—ফাইনালের টিকিট নিশ্চিত করা।

অন্যদিকে, বার্সেলোনার নজর এবার ‘ত্রিমুকুট’-এর দিকে। কোপা দেল রে ইতিমধ্যেই ঘরে তুলেছে তারা, লা লিগাতেও শীর্ষে রয়েছে চার পয়েন্ট ব্যবধানে। এবার তাদের দৃষ্টি চ্যাম্পিয়নস লিগের শিরোপার দিকে। শেষ ম্যাচে ভায়াদোলিদের বিপক্ষে ২-১ গোলের প্রত্যাবর্তন জয় বার্সাকে মানসিকভাবে চাঙ্গা করেছে।

Nagad

তবে ইন্টার ঘরের মাঠে সবসময়ই শক্ত প্রতিপক্ষ। বার্সার আক্রমণভাগ যতটা ধারালো, রক্ষণের দুর্বলতাও ততটাই বড় চিন্তার বিষয়। ফলে ম্যাচটি হয়ে উঠতে পারে এক উত্তেজনাপূর্ণ কৌশলগত লড়াই। ইউরোপের দুই পরাশক্তির এই মহারণে কে হাসবে শেষ হাসি, তা জানার জন্য অপেক্ষা মাত্র কয়েক ঘণ্টার।