বিশ্বের পাঁচ দেশের দূতাবাস থেকে কর্মকর্তা প্রত্যাহার, দেশে ফেরার নির্দেশ

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:১৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

বিশ্বের পাঁচটি দেশের বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনে কর্মরত পাঁচ কর্মকর্তাকে তাদের পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে তাদের দেশে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার করা কর্মকর্তারা হলেন:পাকিস্তানের ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) তৈয়ব আলী। মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) সুফি আব্দুল্লাহিল মারুফ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে কনস্যুলেট জেনারেল অফিস অব বাংলাদেশ-এর প্রথম সচিব (প্রেস) আরিফুর রহমান। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান। জাপানের টোকিওতে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) ইমরানুল হাসান।

প্রজ্ঞাপনে বলা হয়, বিদেশে অবস্থানরত বাংলাদেশ মিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন প্রেস উইংগুলোতে কর্মরত এসব কর্মকর্তাকে তাদের বর্তমান পদ ও কর্মস্থল থেকে প্রত্যাহার করা হলো। পাশাপাশি তাদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে দেশে ফিরে পরবর্তী পদায়নের জন্য অনুরোধ জানানো হয়েছে।

এর আগে গত ২৪ নভেম্বর ভারতের নয়া দিল্লি এবং যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে প্রেস উইংয়ের দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে সরকার।

ভারতের নয়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক ফয়সাল মাহমুদ। যুক্তরাজ্যের লন্ডন মিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ পেয়েছেন বিবিসি ঢাকা ব্যুরোর জ্যেষ্ঠ সাংবাদিক আকবর হোসেন মজুমদার।

Nagad

জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এ পদক্ষেপ প্রেস উইংয়ের কার্যক্রম পুনর্গঠন এবং দূতাবাসগুলোর কাজ আরও গতিশীল করার লক্ষ্যে নেওয়া হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।