তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন
রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ।


অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ জানান, লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ করছে রেলওয়ের কর্মীরা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার জন্য কাজ চলছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল পুনরায় শুরু হবে।
লাইনচ্যুতির কারণে যাত্রীদের যাতায়াতে চরম ভোগান্তি সৃষ্টি হয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিকল্প পরিবহনে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন অনেক যাত্রী।
রেলওয়ে সূত্র জানিয়েছে, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। উদ্ধার কার্যক্রম শেষ হওয়ার পর রেল চলাচল স্বাভাবিক হবে।