লস অ্যাঞ্জেলেসে দাবানল: বাতাসে বাড়ছে আগুনের ভয়াবহতা, মৃতের সংখ্যা ২৪

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৫

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ছয় দিনেরও বেশি সময় ধরে চলমান দাবানল নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। উল্টো নতুন এলাকায় ছড়িয়ে পড়ছে আগুন, যা এখন পর্যন্ত ২৪ জনের প্রাণ কেড়েছে। ঝড়ো সান্তা আনা বাতাসের গতিবেগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, যা আগুন নিয়ন্ত্রণে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্যালিসেডস ও এটন দাবানল বর্তমানে সবচেয়ে ভয়াবহ অবস্থায় রয়েছে। এর মধ্যে প্যালিসেডস দাবানল আরও এক হাজার একর এলাকায় ছড়িয়েছে। এখন পর্যন্ত এটি ২২ হাজার একর ভূমি পুড়িয়ে দিয়েছে, যার মাত্র ১১ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

আগুনে ইতোমধ্যে ৪০ হাজার একরেরও বেশি এলাকা পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ১২ হাজারের বেশি বাড়িঘর ও স্থাপনা। প্রায় এক লাখ ৮০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদ স্থানে। জরুরি প্রয়োজন ছাড়া বাসিন্দাদের ঘরের বাইরে না যেতে এবং মাস্ক পরার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন।

দমকল বাহিনীর একাধিক দল ও বিমান থেকে পানি ফেলার মাধ্যমে দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। তবে আগামী সপ্তাহে তীব্র ঝড়ো বাতাসের কারণে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।