সিলেটকে ৬৫ রানে হারিয়ে সেরা চারে রাজশাহী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

সংগৃহীত ছবি

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত বিপিএলের ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে রাজশাহী। ১৮৫ রানের লক্ষ্য দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে মাত্র ১১৯ রানে অলআউট করে ৬৫ রানের বড় জয় তুলে নিয়েছে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন দল।

টস জিতে ব্যাটিংয়ে নামা রাজশাহী ৭ উইকেটে সংগ্রহ করে ১৮৪ রান। অধিনায়ক এনামুল হক বিজয় ২২ বলে ৩২ রান করেন। সর্বোচ্চ ৪১ রান করেন বার্ল, যা আসে ২৭ বলে। আকবর আলী ১৫ বলে ১৪ এবং মৃত্যুঞ্জয় চৌধুরী ৬ বলে অপরাজিত ১২ রান যোগ করেন।

সিলেটের হয়ে রুয়েল মিয়া ৩টি উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সিলেট। ওপেনাররা ব্যর্থ হওয়ার পর জাকির হাসান (২৮ বলে ৩৯), জর্জ মুনসে (২২ বলে ২০) এবং জাকের আলী (২০ বলে ৩১) কিছুটা লড়াই করলেও দলের পরাজয় ঠেকাতে পারেননি।

রাজশাহীর হয়ে সানজামুল ইসলাম ২৫ রানে ৩টি উইকেট নেন। তাসকিন আহমেদ, মৃত্যুঞ্জয় চৌধুরী এবং আফতাব আলম নেন দুটি করে উইকেট।

এই জয়ের ফলে সাত ম্যাচে তিনটি জয় নিয়ে রাজশাহী পয়েন্ট তালিকার চতুর্থ স্থানে উঠে এসেছে, আর সমান ম্যাচে পঞ্চম পরাজয়ের পর সিলেট নেমে গেছে ষষ্ঠ স্থানে।

Nagad