সাইফের উপর হামলাকারী গ্রেপ্তার, শাহরুখের বাড়িও ছিল টার্গেট

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৮:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২৫

বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় মুম্বাই পুলিশ হামলাকারীকে গ্রেপ্তার করেছে। তদন্তে উঠে এসেছে, শুধু সাইফ নয়, অভিনেতা শাহরুখ খানের বাড়ি ‘মান্নাত’ও ছিল দুষ্কৃতীর টার্গেটে।

সাইফের বাড়িতে হামলার দুই দিন আগে সন্দেহভাজন ব্যক্তি মান্নাতের চারপাশ রেকি করে এবং একটি লোহার মই ব্যবহার করে প্রবেশের চেষ্টা চালায়। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুক্রবার বান্দ্রা রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করে মুম্বাই পুলিশ। তদন্তে বিষয়টি নিয়ে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।

বৃহস্পতিবারই সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজে ধরা পড়েছিল দুষ্কৃতীর ছবি। শুক্রবার তাকে আটক করে মুম্বই পুলিশ। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। তখন সেই ব্যক্তি সেখানে ঘোরাফেরা করছিল বলে জানা গিয়েছে। তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। এর পরেই আটক করা হয় তাকে।