‘বেনজীরের ফাঁদে পা দেবেন না’ – পুলিশের প্রতি জামায়াত আমিরের আহ্বান

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২৫

কক্সবাজারে আয়োজিত এক কর্মী সম্মেলনে পুলিশের উদ্দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “পুলিশ ভাইদের বলছি, বেনজীরের ফাঁদে পা দেবেন না।”

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কক্সবাজার সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। দীর্ঘ ১৬ বছর পর জামায়াতের জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো।

ধর্মীয় বিভেদ ও দাঙ্গা নিয়ে কথা বলতে গিয়ে জামায়াত আমির বলেন, “আমরা সংখ্যাগুরু-সংখ্যালঘুর ধারণায় বিশ্বাস করি না। বাংলাদেশে জন্মগ্রহণ করা সবাই এই দেশের গর্বিত নাগরিক। ইসলাম বা অন্য কোনো ধর্মের নামে কারও ওপর জোর খাটানোর অধিকার নেই।”

তিনি আরও বলেন, “ইতিহাসে দেখা গেছে, সংখ্যাগুরু-সংখ্যালঘুর দ্বন্দ্ব তৈরি করে নিরীহ মানুষকে নির্যাতন করা হয়েছে, তাদের সম্পদ দখল করা হয়েছে। এর জন্য জামায়াতকে দায়ী করা হয়েছে। অথচ স্বাধীনতার পর থেকে জামায়াত কোথায় এসব করেছে, তার সুস্পষ্ট প্রমাণ কেউ দিতে পারেনি।”

জামায়াত নেতা ২০২৪ সালের গণআন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, “সাড়ে ১৫ বছর আমরা নেতৃত্ব দিয়ে আন্দোলন করেছি, কিন্তু সফল হইনি। তবে নতুন প্রজন্মের নেতৃত্বে জাতি স্বৈরাচারের পতন ঘটিয়েছে।”

তিনি আরও বলেন, “২৪-এর গণহত্যার বিচার অবশ্যই হতে হবে। আমরা প্রতিশোধে বিশ্বাস করি না, তবে সকল খুনের বিচার চাই।”

Nagad

জামায়াত আমির বিচার বিভাগের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, “যারা একসময় বেআইনি কাজ করেছে, প্রধান বিচারপতির দরজায় লাথি দিয়েছে, আওয়ামী লীগ তাদের সুপ্রিম কোর্টের বিচারপতি বানিয়েছে। এদের কাছ থেকে বিচার পাওয়া সম্ভব নয়। তাই আমরা এখনও ন্যায়বিচার পাইনি।”

সম্মেলনে সভাপতিত্ব করেন কক্সবাজার জেলা জামায়াতের আমির অধ্যক্ষ নুর মোহাম্মদ আনোয়ারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, মুহাম্মদ শাহজাহান এবং চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।