খাবার ছাড়া থাকা সম্ভব, শারীরিক চাহিদা ছাড়া না, আলোচনায় সামান্থা
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু একাকী সময় কাটালেও তার প্রাক্তন স্বামী নাগা চৈতন্য নতুন জীবনে এগিয়ে গেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে। যদিও এ বিষয়ে কোনো মন্তব্য করেননি সামান্থা।
তবে সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে নাগা চৈতন্যর সঙ্গে প্রেমের সময় দেওয়া তার পুরনো একটি সাক্ষাৎকার। সেই ভিডিওতে সামান্থাকে বলতে শোনা যায়, ‘খাবার ছাড়া থাকা সম্ভব, কিন্তু শারীরিক চাহিদা ছাড়া নয়।’


ভারতীয় এক সংবাদমাধ্যম জানিয়েছে, সাক্ষাৎকারটি সামান্থার বিয়ের আগে নেওয়া হয়েছিল। তখন তাকে প্রশ্ন করা হয়, ‘খাবার না যৌনতা—কোনটা ছাড়া একদম থাকতে পারবেন না?’ সামান্থা মজার ছলে বলেন, ‘আমি না খেয়েও বহুদিন কাটিয়েছি, কিন্তু শারীরিক চাহিদা ছাড়া একদিনও কষ্টকর।’
এদিকে গুঞ্জন উঠেছে, নাগা চৈতন্যের মতো সামান্থাও নতুন সম্পর্কে জড়িয়েছেন। শোনা যাচ্ছে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে ঘনিষ্ঠতা বেড়েছে তার। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি অভিনেত্রীর পক্ষ থেকে।