নার্গিস ফাখরি ও টনি বাগের বিয়ের খবর, হানিমুনে সুইজারল্যান্ডে

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি আমেরিকান ব্যবসায়ী টোনি বাগকে বিয়ে করেছেন। টাইমস অফ ইন্ডিয়ার দাবি অনুযায়ী, তাদের বিয়েটি একেবারে গোপনে, খুবই ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়স্বজনের উপস্থিতিতে ক্যালিফোর্নিয়ার বেভারি হিলসের একটি বিলাসবহুল হোটেলে সম্পন্ন হয়।

বর্তমানে তারা হানিমুন উদযাপনে সুইজারল্যান্ডে অবস্থান করছেন এবং সোশ্যাল মিডিয়ায় একে অপরের পোস্ট শেয়ার করছেন। নার্গিস তার ইনস্টাগ্রামে হানিমুনের ছবি শেয়ার করেছেন, যেখানে তার বিয়ের আংটির এক ঝলকও দেখা গেছে।

নার্গিস এবং টনি প্রায় তিন বছর ধরে সম্পর্কের মধ্যে ছিলেন। ২০২১ সালের শেষ দিকে কাশ্মীরি বংশোদ্ভূত টনি বাগের সঙ্গে তার সম্পর্কের শুরু।