গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট ও যৌথবাহিনীর পেট্রোলিং চলবে : প্রেস সচিব

জ্যেষ্ঠ প্রতিবেদক:জ্যেষ্ঠ প্রতিবেদক:
প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২৫

সংগৃহীত ছবি

রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো ও যৌথবাহিনীর কম্বাইন্ড পেট্রোলিং চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে মোটরসাইকেল দেওয়া হচ্ছে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোর কমিটির সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এসব তথ্য জানান।

প্রেস সচিব জানান, পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী একসঙ্গে কম্বাইন্ড পেট্রোলিং চালাবে। ইতোমধ্যে ঢাকা শহরে সন্ধ্যা থেকেই পেট্রোলিং শুরু হচ্ছে, যা পর্যায়ক্রমে সারাদেশে সম্প্রসারিত হবে।

দ্রুত রেসপন্সের জন্য মোটরসাইকেল সংযোজন
ঢাকা শহরের যানজটের কারণে আইনশৃঙ্খলা বাহিনী যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারে, সেজন্য আপাতত পুলিশের জন্য ১০০টি মোটরসাইকেল কেনার সিদ্ধান্ত হয়েছে। পরে আরও ১০০টি সংযোজন করা হবে। এছাড়া অন্যান্য বাহিনীর জন্যও ৫০টি করে মোটরসাইকেল দেওয়া হবে।

সভায় পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন। সরকারের পক্ষ থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব সহকারে মনিটরিং করা হচ্ছে এবং দ্রুত দৃশ্যমান উন্নতি আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

সরকারি প্রশাসনে ই-ফাইলিং সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে ফাইল কোথায় কতদিন আটকে আছে তা অনলাইনে জানা যায়। এতে দুর্নীতি কমবে ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

Nagad