১৩ বছরের প্রেমের পর বিয়ে, মেহজাবীন-রাজীবের ছবি প্রকাশ
জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব অবশেষে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করলেন।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বিয়ের পর প্রথমবারের মতো মুখ খুললেন মেহজাবীন। বিয়ের ছবি প্রকাশ করে জানালেন, প্রথম দেখাতেই প্রেমে পড়েছিলেন রাজীবের।


২০১২ সালের ৯ এপ্রিল আদনান আল রাজীবের সঙ্গে প্রথম দেখা হয়েছিল মেহজাবীনের। দীর্ঘ ১৩ বছরের সম্পর্ক শেষে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে ঢাকার বসুন্ধরার এক রেস্টুরেন্টে তাদের আকদ সম্পন্ন হয়। এরপর ঢাকার বাইরে একটি রিসোর্টে গায়ে হলুদ অনুষ্ঠিত হয়, যেখানে কড়াকড়িভাবে ছবি তোলা নিষিদ্ধ ছিল।
তবে শেষ পর্যন্ত গোপন রাখা যায়নি। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে গায়ে হলুদের কিছু ছবি।
বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন বিনোদন জগতের অনেক তারকা, তাদের মধ্যে ছিলেন নুসরাত ইমরোজ তিশা, রেদওয়ান রনি, সিয়াম আহমেদ, সাবিলা নূর, এলিটা করিম, আশফাক নিপুণ, সাদিয়া আয়মান, রায়হান রাফী, তমা মির্জা, নঈম ইমতিয়াজ নেয়ামূল, মোস্তফা কামাল রাজ, জেফার রহমান প্রমুখ।
দীর্ঘদিন ধরেই মেহজাবীন ও রাজীবের প্রেমের গুঞ্জন ছিল শোবিজ অঙ্গনে। এবার সেই গুঞ্জন সত্যি হলো তাদের আনুষ্ঠানিক বিয়ের মধ্য দিয়ে।