রমজানে সারাদেশে বিএসটিআইয়ের বিশেষ অভিযান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:২৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

পবিত্র রমজান মাসে ইফতারি ও নিত্যপণ্যের মান নিশ্চিত করতে সারাদেশে বিশেষ অভিযান চালাবে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রথম রোজা থেকে ঢাকাসহ সারাদেশে এই কার্যক্রম শুরু হবে। ইফতারি পণ্য ছাড়াও শিশুখাদ্য, ফলমূল এবং প্রসাধনী পণ্যের মান যাচাই করা হবে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) শিল্প মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ তথ্য জানান। উপস্থিত ছিলেন শিল্প সচিব ওবায়দুর রহমান ও বিএসটিআইয়ের মহাপরিচালক এস এম ফেরদৌস।

রমজানে ঢাকায় প্রতিদিন তিনটি মোবাইল কোর্ট পরিচালিত হবে, যেখানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সঙ্গে ডিএমপি ও এপিবিএন সহায়তা করবে। জেলা-উপজেলায় প্রশাসনের সহযোগিতায় একাধিক মোবাইল কোর্ট ও সার্ভিল্যান্স কার্যক্রম চলবে। এছাড়া র‍্যাব ও ডিএমপির সঙ্গে যৌথ অভিযানও হবে। ফুড ড্রিংকস, খেজুর, ভোজ্যতেল, সেমাইসহ ইফতারি পণ্যের উপর বিশেষ নজরদারি থাকবে।

বিএসটিআই জানিয়েছে, রমজানে মানসম্মত পণ্য নিশ্চিত করতে মোবাইল কোর্টের পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করা হবে। গত অক্টোবর থেকে জানুয়ারি পর্যন্ত ৪৭১টি মোবাইল কোর্টে ৪২৮টি মামলায় ২ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা আদায় হয়েছে। ওজনে কারচুপির জন্য ৩৮২টি কোর্টে ৬১৫টি মামলায় ২ কোটি ৩৭ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া ২৩টি কারখানা ও ৩৯২টি পেট্রল পাম্পের ইউনিট সিল করা হয়েছে।