নায়িকার প্রতারণা মামলা, জাজের আজিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৫

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়ের করা প্রতারণার মামলায় গত ২৩ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ নির্দেশ দেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য মুন আজিজকে ৬০ লাখ টাকা দিয়েছিলেন। মার্চের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও আজিজ টাকা ফেরত দেননি। উল্টো ২০২৩ সালের মে মাসে সিনেমাটি একটি ওটিটি প্ল্যাটফর্মে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেন।

জাকিয়া কামাল মুন জানিয়েছেন, তিনি বারবার টাকা ফেরত চাইলেও আজিজ তা দেননি এবং তার ফোন পর্যন্ত ধরা বন্ধ করে দিয়েছেন। এমনকি তাকে হুমকি দিয়ে ক্যারিয়ার ধ্বংসের ভয় দেখিয়েছেন। মুন বলেন, “আমি বাধ্য হয়ে মামলা করেছি।” আইনজীবীর মাধ্যমে নোটিশ পাঠিয়েও কোনো সাড়া না পেয়ে তিনি আইনের আশ্রয় নিয়েছেন।