উত্তরবঙ্গগামী বাসে ধর্ষণের কোনো ঘটনা ঘটেনি: ভুক্তভোগী নারী

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ৯:৫৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

ফাইল ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনায় কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন ভুক্তভোগী নারী। তিনি গণমাধ্যমে প্রচারিত খবরকে গুজব দাবি করে মিথ্যা তথ্য প্রচারকারীদের শাস্তি চেয়েছেন।

গত ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে রাজশাহীগামী একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এরপর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারী যাত্রীর ধর্ষণের শিকার হওয়ার খবর ছড়িয়ে পড়ে। তবে ওই নারী নিজেই বিষয়টি সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করেছেন।

তিনি বলেন, আমার সঙ্গে এমন কিছু ঘটেনি। ডাকাতরা আমার হাত থেকে চুরি নেওয়ার সময় আঘাত লাগে, তখন কান্না করছিলাম। এতে অনেকে ধরে নিয়েছে আমাকে ধর্ষণ করা হয়েছে। এটা কীভাবে সম্ভব! বাসে আমার দাদা ছিলেন।

তিনি আরও বলেন, আমার সঙ্গে যা ঘটেনি, তা কেন প্রচার করা হলো? কোনো গণমাধ্যমই আমার সঙ্গে কথা না বলে এমন সংবাদ প্রকাশ করেছে। আমি এর বিচার চাই।

বাসটির আরেক যাত্রী রাজশাহীর চারঘাটের রেহেনা বেগমও জানান, বাসে ডাকাতি হয়েছে, কিন্তু কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি।

ডাকাতির ঘটনায় মির্জাপুর থানায় মামলা করেছেন বাসযাত্রী নাটোরের ওমর আলী।

Nagad

এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, আমাদের তদন্ত অনুযায়ী, চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটলেও ধর্ষণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

এ মামলায় এখন পর্যন্ত প্রধান অভিযুক্তসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযুক্তরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।