৪ পদ বাদে জাতীয় নাগরিক কমিটির সব সেল বিলুপ্ত
জাতীয় নাগরিক কমিটি (জানাক) রাজনৈতিক দল গঠনের প্রস্তুতির অংশ হিসেবে কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক ছাড়া সংগঠনের বাকি অর্গানোগ্রাম, নির্বাহী কমিটি, সেল ও সার্চ কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে।
বুধবার জানাকের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ১১তম সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৮ ফেব্রুয়ারি দল ঘোষণার আগে পর্যন্ত জানাকের কেন্দ্রীয় সদস্যদের সদস্যপদ বহাল থাকবে। তবে দল ঘোষণার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের জানাক সদস্যপদ স্বয়ংক্রিয়ভাবে বাতিল বলে গণ্য হবে। দল গঠনে সম্পৃক্ত না হওয়া সদস্যদের সদস্যপদ বহাল থাকবে।
এছাড়া আহ্বায়ক, সদস্যসচিব, মুখপাত্র ও মুখ্য সংগঠক আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ১৫ দিন অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন করবেন। তাদের নেতৃত্বে তিন সদস্যের একটি ফোরাম জানাকের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণ করবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় ২৮ ফেব্রুয়ারি নতুন রাজনৈতিক দল ঘোষণার মাধ্যমে জানাকের দল গঠনের দায়িত্ব সম্পন্ন হবে। দল গঠনের পর জানাক একটি সিভিল-পলিটিক্যাল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং নতুন কোনো রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেবে না। একইসঙ্গে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও জনস্বার্থে সংগঠনটি সক্রিয় থাকবে বলে জানানো হয়েছে।