শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে: বরকত উল্লাহ বুলু

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১০:০৯ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০২৫

ফাইল ছবি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বিএনপি সরকার গঠন করলে নিরীহ মানুষের হত্যা ও গুমের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে, তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয়, তাও তার বিচার শেষ হবে না।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এই সম্মেলনে দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বরকত উল্লাহ বুলু বলেন, আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন ধরে দেশের জনগণের সঙ্গে প্রতারণা করে আসছে। নিরীহ মানুষের হত্যা, গুমসহ নানা অভিযোগের বিষয়ে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন এবং তার অবদান কখনোই অস্বীকার করা যাবে না। তবে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে মুক্তিযুদ্ধের ইতিহাস পরিবর্তনের চেষ্টা করছে বলে তিনি অভিযোগ করেন।

সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি মো. আতিকুল আলমের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

Nagad

সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক মো. আতিকুল আলমকে সভাপতি ও মো. কাজী আশরাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট চান্দিনা উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়। একইভাবে পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্যসচিব মো. আলমগীর খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট চান্দিনা পৌর বিএনপির কমিটি গঠন করা হয়। আগামী দুই বছর এই কমিটি দায়িত্ব পালন করবে।