রমজানে অপরাধীদের জন্য ‘আতঙ্ক’ হতে চায় ডিবি: ডিবিপ্রধান

সারাদিন ডেস্কসারাদিন ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৫

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক জানিয়েছেন, আসন্ন রমজানে সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ চালানো হবে। তিনি বলেন, “আমরা যেমন সাধারণ মানুষের আস্থা হতে চাই, তেমন অপরাধীদের জন্য আতঙ্ক হতে চাই।”

শুক্রবার (১ মার্চ) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রমজান মাস উপলক্ষে বিশেষ গোয়েন্দা অভিযান শুরু করবে, যা চলবে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি। বিশেষ এই অভিযানে গোয়েন্দা সদস্যরা ছদ্মবেশে অপরাধীদের আটক করবে।

রমজানে মানুষের কর্মযজ্ঞ বাড়ে, এবং বিশেষ করে টাকার লেনদেন বেশি হয়, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ভিড় বাড়ে। রেল স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চ টার্মিনালে জনসমাগম বৃদ্ধি পায়, তাই এসব স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

গোয়েন্দা তথ্য অনুযায়ী, চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের অধিকাংশ অপরাধী ১৫-২০ বছর বয়সী, যাদের মধ্যে অনেকেই কিশোর গ্যাংয়ের সদস্য। তিনি জানান, এসব অপরাধীদের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশন’ নেওয়া হবে।

রেজাউল করিম মল্লিক বলেন, “ছোট অপরাধ বড় অপরাধের জন্ম দেয়, তাই আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি।” তিনি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারী অপরাধীদের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন এবং আরও জানান যে, ডিবির কার্যক্রম পবিত্র রমজান মাসে আরও বৃদ্ধি করা হবে, যাতে নগরবাসী নিরাপদে ইবাদত করতে পারে।

Nagad