ঈদে সরকারি চাকরিজীবীদের জন্য টানা ৯ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক:নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২:০৮ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবার সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবেন। আগেই ঘোষিত পাঁচ দিনের ছুটির সঙ্গে নতুন করে ৩ এপ্রিল (বুধবার) নির্বাহী আদেশে ছুটি যোগ করা হয়েছে। ফলে ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত সরকারি দপ্তরগুলো বন্ধ থাকবে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।

কীভাবে হলো টানা ৯ দিনের ছুটি?

২৮ মার্চ (শুক্রবার) – সাপ্তাহিক ছুটি ও শবে কদরের ছুটি, ২৯-৩১ মার্চ – ঈদুল ফিতরের ছুটি, ১-২ এপ্রিল – পূর্বনির্ধারিত সরকারি ছুটি, ৩ এপ্রিল – নতুন করে নির্বাহী আদেশে ছুটি। ৪-৫ এপ্রিল – সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার)
এর ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা ৯ দিন ছুটি উপভোগ করতে পারবেন।

এদিকে, ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের সরকারি ছুটি রয়েছে। তবে ২৭ মার্চ বৃহস্পতিবার অফিস খোলা থাকবে। যারা ঐচ্ছিক বা অর্জিত ছুটি নেবেন, তারা টানা ১১ দিনের ছুটি কাটানোর সুযোগ পাবেন।

বর্তমানে দেশে সরকারি চাকরিজীবীর সংখ্যা প্রায় ১৫ লাখ। তাদের ছুটির বিধিমালা অনুযায়ী, দুই ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া সম্ভব নয়। তবে অর্জিত বা ঐচ্ছিক ছুটি নিয়ে অনেকে লম্বা ছুটি কাটানোর সুযোগ পাবেন।

Nagad